ফাইল ছবি

সুপ্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : সততার পুরস্কার’ থেকে ৮টি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্পটি আন্ডারলাইন করে পড়লে তোমরা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সহজে করতে পারবে।

অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন : ‘ফেরেশতা হইলেন আল্লাহর দূত’- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর : ফেরেশতা হচ্ছেন আল্লাহর দূত। দূত’ অর্থ বার্তাবাহক। ফেরেশতা আল্লাহ্র আদেশ নির্দেশ মানুষের কাছে অর্থাৎ আল্লাহ্র বান্দার কাছে পৌঁছে দেয়। আল্লাহ্র নির্দেশে কাজ করেন। আল্লাহ্ রব্বুল আলামিন যা বলেন বা নির্দেশ দেন তা পালন করাই তাঁদের একমাত্র কাজ।

প্রশ্ন : ধবলরোগীকে গাভিন গাই কেন দেওয়া হয়েছিল?

উত্তর : ধবলরোগীকে তার দারিদ্র্য দশা হতে মুক্তির জন্য গাভীন গাই দেয়া হয়েছিল।

ধবলরোগী রোগশোকে জর্জরিত ছিল। কাজ করতে পারত না। সমাজে তার মর্যাদা ছিল না। তার সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করতে তাকে গাভিন গাই দেওয়া হয়েছিল।

প্রশ্ন : অন্ধ ব্যক্তির চোখ কীভাবে ভালো হলো?

উত্তর : মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কারণে অন্ধ ব্যক্তির চোখ ভালো হলো।

আল্লাহ্র নির্দেশে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার সমস্যা জানতে চাইলেন। অন্ধ ব্যক্তি বললেন তিনি রোগ থেকে মুক্তি চান। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ রাব্বুল আলামিনের রহমতে ভালো হয়ে যায়।

প্রশ্ন : অন্ধ ব্যক্তি ছাগল চেয়েছিল কেন?

উত্তর : ভাগ্য ফেরানোর জন্য অন্ধ ব্যক্তি ছাগল চেয়েছিল।

অন্ধ ব্যক্তি গরিব ছিল। সে যখন ফেরেশতার মাধ্যমে সুস্থ হলো তখন ফেরেশতা তাকে আবার জিজ্ঞাস করে- তুমি আর কী চাও? তখন সে বলল, সে ছাগল চায়। তাই অন্ধ ব্যক্তি ভাগ্য ফেরানোর জন্য তাকে ছাগল দেওয়া হয়েছিল।

প্রশ্ন : ফেরেশতা দ্বিতীয়বার ধবলরোগীর কাছে গিয়ে কী বলেছিল?

উত্তর : আল্লাহর নির্দেশে ফেরেশতা মানুষের বেশে ধবলরোগী পরীক্ষা করার জন্য দ্বিতীয়বার তার কাছে যায় এবং বলে আমি বিদেশি। আমি অসহায়। আমাকে সাহায্য করার জন্য আল্লাহর ওয়াস্তে একটি উট দাও। আল্লাহ তো তোমাকে সবকিছু দিয়েছেন।

প্রশ্ন : ফেরেশতা উট চাইলে ধবল রোগী কী জবাব দিয়েছিল?

উত্তর : মানুষরূপী ফেরেশতা উট চাইলে ধবলরোগী বলেছিল- উটের অনেক দাম। দামি জিনিস তোমাকে কীভাবে দিই। ধবলরোগী আল্লাহর দান ভুলে গিয়ে অকৃতজ্ঞের মতো বলল, এসব তার আগে থেকেই ছিল।

প্রশ্ন : কেন তিন ইহুদির পরীক্ষা নেয়া হয়েছিল?

উত্তর : তিন ইহুদির সমস্যা দূর করে তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। কারণ আল্লাহ দেখতে চাইলেন মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কি না। তাছাড়া সৎ মানুষকে পুরস্কার দেওয়ার জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

প্রশ্ন : ‘সততার পুরস্কার’ রচনাটির বৈশিষ্ট্য কেমন?

উত্তর : সততার পুরস্কার একটি আদর্শিক রচনা। এ রচনার মাধ্যমে সততা ও নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানুষ তার প্রভুকে ভুলে যায় কি না। কৃতজ্ঞ মানুষ তাদের প্রভুর কাছে যোগ্য সম্মান ও মর্যাদা পায়। এ বিষয়টি প্রতিষ্ঠিত করাও এই রচনার একটি বিশেষ বৈশিষ্ট্য।

এমকে