ফাইল ছবি

প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। নেপের মানবণ্টন অনুযায়ী পিইসি পরীক্ষায় সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ প্রশ্ন থাকবে। আজ তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়  থেকে আরো ১২টি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা পিইসি পরীক্ষায় বাংলাদেশ বিশ্বপরিচয়  বিষয়ে শূন্যস্থান পূরণের সবগুলোর উত্তর সঠিক করতে পারলে এ বিষয়ে এ প্লাস পাওয়া তোমাদের জন্য সহজ হবে।

 প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো

১৪. মুক্তিবাহিনীকে ---- ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

উত্তর : মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

১৫. ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু ---- কারাগার থেকে মুক্তিলাভ করেন।

উত্তর : ১৯৭২ সালের ৮ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করেন।

১৬. মুক্তিযুদ্ধে সাহসের সাথে যুদ্ধ করে শহিদ হয়েছেন এমন সাতজনকে ---- উপাধি প্রদান করা হয়।

উত্তর : মুক্তিযুদ্ধে সাহসের সাথে যুদ্ধ করে শহিদ হয়েছেন এমন সাতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়।

১৭. মুক্তিযুদ্ধ জাদুঘর ---- অবস্থিত ।

উত্তর :  মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় অবস্থিত ।

১৮. যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারাদেশকে ----ভাগ করা হয়েছিল।

উত্তর : যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।

১৯. ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম ---- ।

উত্তর : ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম মুক্তিফৌজ

২০. জেনারেল ওসমানী ----নামে পরিচিত ছিলেন।

উত্তর : জেনারেল ওসমানী বঙ্গবীর’ নামে পরিচিত ছিলেন।

২১. ----সালে জেনারেল ওসমানী চাকরি থেকে অবসার গ্রহণ করেন।

উত্তর :  ১৯৭২ সালে জেনারেল ওসমানী চাকরি থেকে অবসার গ্রহণ করেন।

২২. মুক্তিযুদ্ধে সমগ্র ---- জাতি জড়িয়ে পড়েন।

উত্তর :  মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়েন।

২৩. প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে ---- পক্ষে কাজ করেন।

উত্তর :  প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন।

২৪. ----গ্রুপ’ অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিতেন।

উত্তর :  ‘অ্যাকশন গ্রুপ’ অস্ত্র বহন করত এবং সম্মুখযুদ্ধে অংশ নিতেন।

২৫. ----গ্রুপ’ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন।

উত্তর :  ‘ইন্টেলিজেন্স গ্রুপ’ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন।

এমকে