ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে আরো ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্ব দিয়ে বারবার পড়বে। কেননা পরীক্ষায় ওই গল্পের ভেতর থেকে বহুনির্বাচনি প্রশ্ন আসতে পারে।

১৩. মানিক বন্দ্যোপাধ্যায় এর কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত?

(ক) ২২ টি (খ) ২৫ টি (গ) ২৭ টি (ঘ) ৩১ টি

১৪. মানিক বন্দ্যোপাধ্যায় এর পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?

(ক) ঢাকায় (খ) বিক্রমপুরে (গ) রংপুরে (ঘ) খুলনা

১৫. ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

(ক) মোসলেম ভারত (খ) সমকাল (গ) ইত্তেফাক (ঘ) মৌচাক

১৬. কত সালে ‘মৌচাক’ পত্রিকায় ‘তৈলচিত্রের ভূত’ প্রকাশিত হয়?

(ক) ১৯৪১ সালে (খ) ১৯৪২ সালে (গ) ১৯৪৪ সালে (ঘ) ১৯৪৩ সালে

১৭. মানিক বন্দ্যোপাধ্যায় হলেন খ্যাতিমান-

(ক) কবি ও গল্পকার (খ) কবি ও ঔপন্যাসিক (গ) ঔপন্যাসিক ও ছোটগল্পকার (ঘ) ঔপন্যাসিক ও নাট্যকার

১৮. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ১৯৫৪ খ্রিঃ ৫ ডিসেম্বর (খ) ১৯৫৬ খ্রিঃ ৩ ডিসেম্বর (গ) ১৯৫৮ খ্রিঃ ৫ মার্চ (ঘ) ১৯৬০ খ্রিঃ ১০ অক্টোবর

১৯. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?

(ক) মাসির (খ) পিসির (গ) মামার (ঘ) দাদার

২০. নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?

(ক) ২ মাস আগে (খ) ৩ মাস আগে (গ) ৪ মাস আগে (ঘ) ৫ মাস আগে

২১. নগেন প্রায়ই তার মামাকে যমের বাড়ি পাঠাত কেন?

(ক) পড়ার খরচ না দেয়ায় (খ) ভালো ব্যবহার না করায় (গ) বিরক্তির ভাব প্রকাশ করায় (ঘ) অনাদর অবহেলা করায়

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আদনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। এক সময় মনে হলো তার পেছনে পেছনে কেউ হাটছে। সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখের আদনানের পায়ের জুতার তলে পেরেক গাঁথা একটা কাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়।

২২. উদ্দীপকের আদনান-এর সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যের কারণ-

(ক) তাদের বয়স কম (খ) তারা অন্ধকারকে ভয় করত (গ) তারা ভীষণ ভীতু ছিল (ঘ) তারা ভূত দেখেছিল

২৩. এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান?

(ক) বাস্তবজ্ঞানের অভাব (খ) প্রকৃত শিক্ষা না পাওয়া (গ) মানসিক বিকাশ না হওয়া (ঘ) সঠিক সিদ্ধান্ত নিতে না পারা

উত্তর : ১৩. গ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. খ, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. ক, ২১. ঘ, ২২. গ, ২৩. খ।

এমকে