একাদশ ও দ্বাদশ হিসাববিজ্ঞান ২য় পত্র : প্রথম অধ্যায় (সপ্তম পর্ব)
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞান বিষয়ে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে ভালো করতে এ অধ্যায়ের প্রাপ্তি ও প্রদান হিসাব সম্পর্কে বিস্তারিতভাবে পড়বে।
৮৫. শর্তহীন প্রবেশ ফি হিসাবভুক্ত করা হয়-
বিজ্ঞাপন
(ক) মূলধনজাতীয় আয় (খ) মূলধন জাতীয় ব্যয় (গ) মুনাফা জাতীয় আয় (ঘ) মুনাফা জাতীয় ব্যয়
৮৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব কয়টি ধাপে করা হয়?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
৮৭. প্রাপ্তি ও প্রদানের হিসাবের ক্রেডিট দিকে থাকে-
(ক) প্রাপ্তিসমূহ (খ) প্রদানসমূহ (গ) দায়সমূহ (ঘ) সম্পদসমূহ
৮৮. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে থাকে-
(ক) প্রাপ্তিসমূহ (খ) প্রদানসমূহ (গ) দায়সমূহ (ঘ) সম্পদসমূহ
৮৯. আয়-ব্যয় বিবরণীর আয়ের দিকে বসে-
(ক) চলতি বছরের আয়সমূহ (খ) চলতি বছরের ব্যয়সমূহ (গ) সম্পদসমূহ (ঘ) দায়সমূহ
৯০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের কখন কোনো প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে না-
(ক) আরম্ভের বছর (খ) মাঝামাঝি বছর (গ) শেষ বছর (ঘ) বছর হিসাবকালে
৯১. আয়-ব্যয় বিবরণীর ব্যয়ের দিকে থাকে-
(ক) চলতি বছরের আয়সমূহ (খ) চলতি বছরের ব্যয়সমূহ (গ) সম্পদসমূহ (ঘ) দায়সমূহ
৯২. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশ সর্বদা-
(ক) বড় হয় (খ) ছোট হয় (গ) সমান হয় (ঘ) ক্রেডিট পাশের মাঝে মিলে যায়
৯৩. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকের যোগফল ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্যকে বলে-
(ক) মূলধন তহবিল (খ) সম্পদ ক্রয় (গ) নগদ উদ্বৃত্ত (ঘ) ব্যাংক জমাতিরিক্ত
৯৪. প্রাপ্তি ও প্রদান হিসাবের গরমিল থাকলে হিসাব-
(ক) মিলে যায় (খ) মিলে না (গ) অনিশ্চিত হয় (ঘ) কোনো প্রভাব ফেলে না
৯৫. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করার পূর্বেই করা হয়-
(ক) প্রারম্ভিক মূলধন তহবিল (খ) নগদ তহবিল (গ) প্রাপ্তি ও প্রদান হিসাব (ঘ) আর্থিক অবস্থার বিবরণী
৯৬. বকেয়া আয়-ব্যয়, অগ্রিম আয়-ব্যয়, অবচয় ইত্যাদি সমন্বয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে?
(ক) প্রাপ্তি ও প্রদান হিসাব (খ) আয়-ব্যয় বিবরণী (গ) প্রারম্ভিক মূলধন (ঘ) আর্থিক অবস্থার বিবরণী
উত্তর : ৮৫. গ, ৮৬. গ, ৮৭. খ, ৮৮. ক, ৮৯. ক, ৯০. ক, ৯১. খ, ৯২. ক, ৯৩. গ, ৯৪. খ, ৯৫. গ, ৯৬. খ।
এমকে