এসএসসির রসায়ন : পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন (দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে মৌলিক ও যৌগিক পদার্থের যোজনী কত ও কোন পদার্থের যৌগমুলক কী?, সে সম্পর্কে বিস্তারিতভাবে পড়বে।
১১. নিচের কোনটিতে সব পরমাণুর ইলেকট্রন কাঠামো একই?
বিজ্ঞাপন
(ক) LiCl (খ) Na2O (গ) MgCl2 (ঘ) CaO
১২. সমযোজী যৌগকে বাষ্পে পরিণত করার সময় কোন বন্ধন ছিন্ন করতে হয়?
(ক) সমযোজী পাই বন্ধন (খ) ভ্যানভারওয়ালস বন্ধন (গ) ডাইপোল বন্ধন (ঘ) সমযোজী সিগমা বন্ধন
১৩. কোন যৌগটি পোলার ধরনের?
(ক) পেট্রোল (খ) বেনজিন (গ) ইথার (ঘ) অ্যালকোহল
১৪। ইলেকট্রনীয় পরিবাহী কোনটি?
(ক) ক্ষার দ্রবণ (খ) এসিড দ্রবণ (গ) গ্রাফাইট (ঘ) NaCl দ্রবণ
১৫. গ্রাফাইটের গঠনিক একক কোষগুলোর আকৃতি কীরুপ?
(ক) চতুর্ভূজাকার (খ) চতুস্তলকীয় (গ) ষড়ভূজাকার (ঘ) সমতলাকার
১৬. কপার তার কোনটির জন্য বিদ্যুৎ সুপরিবাহী?
(ক) মুক্ত ইলেকট্রন (খ) ধনাত্মক আধান (গ) কঠিন (ঘ) আয়নিক যৌগ
১৭. কোন যৌগটিতে মুক্ত জোড়া ইলেকট্রন আছে?
(ক) NaCl (খ) AlCl3 (গ) H2O (ঘ) CH4
১৮. Cl2-এ-
(i) সমযোজী বন্ধন বিদ্যমান (ii) উভয় পরমাণু ২টি করে ইলেকট্রন শেয়ার করে (iii) উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৯. ৩য় পর্যায়ের গ্রুপ-১৬-এর মৌলটি গঠন করে-
(i) আয়নিক বন্ধন (ii) সমযোজী বন্ধন (iii) ধাতব বন্ধন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২০. NH2Cl যৌগে কী ধরনের বন্ধন বিদ্যমান?
(i) সমযোজী (ii) আয়নিক (iii) সন্নিবেশ সমযোজী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১১.খ, ১২. খ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক,খ,গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ।
এমকে