ফাইল ছবি

সুপ্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : সুভা’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পটি গুরুত্ব দিয়ে পড়বে। যাতে বোর্ড পরীক্ষায় সংশ্লিষ্ট গল্পের যেখান থেকেই বহুনির্বাচনি প্রশ্ন করা হোক না কেন তোমরা উত্তর করতে পারো।

২১. সুকেশিনী, সুহাসিনী সুভাষিণী হলো তিন-

(ক) বান্ধবী (খ) লেখিকা (গ) বোন (ঘ) নেত্রী

২২. ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন? সুভা-

(ক) প্রতিবন্ধী বলে (খ) বিকলাঙ্গ বলে (গ) নির্বাক বলে (ঘ) বুদ্ধি প্রতিবন্ধী বলে

২৩. কাদের মধ্যে সমভাষা ছিল না?

(ক) কাঙালী ও অভাগী (খ) কাঙালী ও অধর (গ) সুভা ও প্রতাপ  (ঘ) সুভা ও সর্বশী

২৪. সুভার পিতামাতা চিন্তিত হয়ে উঠেছিল কী নিয়ে?

(ক) সুভার বিয়ে নিয়ে (খ) সুভার একাকিত্ব নিয়ে (গ) সুভার অসুখ নিয়ে (ঘ) সুভার কষ্ট নিয়ে

২৫. ‘মন’ কার উপর ছায়া ফেলে?

(ক) সুন্দর হাতের (খ) মায়াবী হাসির (গ) কালো চোখের (ঘ) সরল পথের

২৬. সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁপে উঠত?

(ক) হরিণের মতো (খ) কচি কিশলয়ের মতো (গ) নির্জিবের মতো (ঘ) অসহায়ের মতো

২৭. সুভার বাবা সপরিবারে কোথায় যেতে চাইল?

(ক) বিহারে (খ) পূর্ণিমায় (গ) কলকাতায় (ঘ) দিল্লি

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কিশোরী সুরমা একটি বিড়াল ছানা পোষে। সে ছানাটির নাম রেখেছে মিনি। মিনি বলে ডাকলে সে সাড়া দেয়। মিঁউ মিঁউ করে তার গা ঘেঁষে এসে দাঁড়ায়।

২৮. সুরমার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয়, তা হলো-

(ক) ইতর প্রাণীর প্রতি আনুগত্য প্রকাশ (খ) একাকিত্বের সাথী ইতর প্রাণী (গ) ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ (ঘ) সবার মধ্যে থেকেও নিজেকে আড়াল করা

২৯. উদ্দীপকের মূলভাব ‘সুভা’গল্পের কোন বাক্যের প্রতিফলিত হয়েছে?

i. দিনে তিনবার গোয়াল ঘরে যাওয়া ii. পাঙ্গুলি সুভাকে নিরীক্ষণ করে গা চাটা iii. মাঝে মাঝে প্রাণীগুলোকে ভর্ৎসনা করা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

৩০. ‘সুভা’ গল্পের শেষাংশে নদীতটে সুভার লুটিয়ে পড়া কী নির্দেশ করে?

(ক) প্রতাপের প্রতি অভিমান (খ) বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ (গ) আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা (ঘ) আত্মাহুতি দেয়ার আকাক্সক্ষা

উত্তর : ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. গ, ২৮. খ, ২৯. গ, ৩০. গ।