অষ্টম শ্রেণির গণিত : প্রথম অধ্যায় : প্যাটার্ন (চতুর্থ পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গণিতের বহুনির্বাচনি প্রশ্নোত্তরে ভালো করতে পাঠ্যবইয়ের উদাহরণের অঙ্ক ছাড়াও অনুশীলনীর অঙ্কসমূহ নিয়মিত চর্চা করবে। কেননা অঙ্কে বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে অনুশীলনের কোনো বিকল্প নেই।
৩৪. ১৩, ৬৫, ৩২৫, ...... সংখ্যাগুলোর ক্ষেত্রে-
বিজ্ঞাপন
i. প্রতিবারে ৫ গুণ হয়েছে ii. ৩২৫ = ২২ + ১৮২ iii. ৩২৫ = ৬২ + ১৭২
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৩৫ থেকে ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৫, ১৫, ৪৫, ১৩৫ একটি সংখ্যার প্যাটার্ন।
৩৫. প্যাটার্নের কয়টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলরূপে প্রকাশ করা যায়?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
৩৬. ওপরের তথ্যের তালিকাটি কোন ধরনের সংখ্যার প্যাটার্ন?
(ক) ৩ পার্থক্যের (খ) ৩-এর গুণিতকের (গ) ফিবোনাক্কি সংখ্যার (ঘ) মৌলিক সংখ্যার
৩৭. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?
(ক) ২৫ (খ) ২০ (গ) ১৫ (ঘ) ১০
৩৮. ৪ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
(ক) ২৪ (খ) ২৮ (গ) ৩২ (ঘ) ৩৪
৩৯. ৭১ থেকে ১৭ বিয়োগ করলে বিয়োগফল কত দ্বারা নিঃশেষে বিভাজ্য?
(ক) ৯৯ দ্বারা (খ) ১১ দ্বারা (গ) ৯ দ্বারা (ঘ) ৭ দ্বারা
৪০. ৫৬ এর সাথে ৬৫ যোগ করলে যোগফল কত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
(ক) ৯৯ (খ) ১১ (গ) ৯ (ঘ) ৭
নিচের তথ্যের আলোকে ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তিন অঙ্কের একটি সংখ্যা ৩৪২।
৪১. সংখ্যাটিকে বিপরীত ক্রমের অঙ্ক অনুসারে লিখলে সংখ্যাটি কত হয় ?
(ক) ২৪৩ (খ) ২৭০ (গ) ৩২৪ (ঘ) ৪৩২
৪২. প্রদত্ত সংখ্যা এবং এর বিপরীত ক্রমের অঙ্কের সংখ্যাটির বিয়োগফল কত?
(ক) ১২৪ (খ) ১১৪ (গ) ১০৪ (ঘ) ৯৯
৪৩. ৪২ নম্বর প্রশ্নের প্রাপ্ত বিয়োগফল কত দ্বারা নিঃশেষে বিভাজ্য ?
(ক) ৯০ (খ) ৯৫ (গ) ৯৯ (ঘ) ১০০
উত্তর : ৩৪. খ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. গ, ৩৮. ঘ, ৩৯. গ, ৪০. খ, ৪১. ক, ৪২. ঘ, ৪৩. গ।
এমকে