একাদশ ও দ্বাদশ হিসাববিজ্ঞান ২য় পত্র : প্রথম অধ্যায় (পঞ্চম পর্ব)
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। হিসাববিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরে ভালো করতে সংশ্লিষ্ট অধ্যায়ের প্রারম্ভিক মূলধন, সম্পদ ও দায়, সমাপনী সম্পদ ও দায় সম্পর্কে মনোযোগসহকারে পড়বে।
৬১. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করা হয়-
বিজ্ঞাপন
(ক) বছরের শুরুতে (খ) বছরের শেষে (গ) বছরের মাঝামাঝি (ঘ) হিসাবকাল শেষে
৬২. বিগত বছরের বকেয়া চাঁদা কোন প্রকার দফা-
(ক) প্রারম্ভিক সম্পদ (খ) প্রারম্ভিক দায় (গ) সমাপনী সম্পদ (ঘ) সমাপনী দায়
৬৩. বছরের শুরুতে ব্যাংক জমাতিরিক্ত থাকলে তা বিবেচিত হয়-
(ক) প্রারম্ভিক সম্পদ (খ) প্রারম্ভিক দায় (গ) অতিরিক্ত ব্যয় (ঘ) অতিরিক্ত আয়
৬৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে নির্ণয় হয়?
(ক) মোট আয় বাদ মোট খরচ (খ) প্রারম্ভিক সম্পত্তি বাদ প্রারম্ভিক দায় (গ) সমাপনী সম্পত্তি বাদ সমাপনী দায় (ঘ) মোট প্রাপ্তি বাদ মোট প্রদান
৬৫. বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা হলো-
(ক) প্রারম্ভিক সম্পদ (খ) প্রারম্ভিক দায় (গ) অতিরিক্ত ব্যয় (ঘ) অতিরিক্ত আয়
৬৬. খাদ্য সামগ্রী ক্রয় ১০,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্য সামগ্রী ২,০০০ টাকা, ব্যবহৃত খাদ্য সামগ্রী ৮,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর পরিমাণ কত?
(ক) ২,০০০ টাকা (খ) ৪,০০০ টাকা (গ) ৬,০০০ টাকা (ঘ) ১৬,০০০ টাকা
৬৭. প্রারম্ভিক মূলধন নিরূপণে আসে না-
(ক) প্রারম্ভিক নগদ (খ) অব্যবহৃত মনিহারি (গ) অবচয় (ঘ) অগ্রিম প্রাপ্তি
৬৮. প্রারম্ভিক মূলধন তহবিল নিরূপণের ক্ষেত্রে মোট দায়ের পরিমাণ মোট সম্পদের চেয়ে বেশি হলে তাকে বলে-
(ক) প্রারম্ভিক নগদ (খ) অব্যবহৃত মনিহারি (গ) ঘাটতি মূলধন (ঘ) অগ্রিম প্রাপ্তি
৬৯. প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রারম্ভিক ডেবিট উদ্বৃত্ত কী হিসাবে হিসাবভুক্ত করা হয়-(ক) প্রারম্ভিক সম্পদ (খ) প্রারম্ভিক দায় (গ) সমাপনী সম্পদ (ঘ) সমাপনী দায়
৭০. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে বিনিয়োগ নামে কোনো দফা উলেখ থাকলে ধরে নিতে হবে-
(ক) পরবর্তী বছরের (খ) প্রারম্ভিক সম্পত্তি (গ) সমাপনী দায় (ঘ) সমাপনী সম্পত্তি
৭১. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে পুরাতন আসবাবপত্র বা সরঞ্জাম বিক্রয় নামের কোনো আইটেম থাকলে সমন্বয়ে ঐ রকম কোনো আইটেম না থাকলে তা বিবেচিত হবে-
(ক) প্রারম্ভিক সম্পত্তি (খ) প্রারম্ভিক দায় (গ) সমাপনী দায় (ঘ) সমাপনী সম্পত্তি
৭২. প্রাপ্তি ও প্রদান হিসাবের ক্রেডিট দিকে প্রদর্শিত সম্পদগুলো-
(ক) প্রারম্ভিক সম্পদে যাবে (খ) প্রারম্ভিক দায়ে যাবে (গ) প্রারম্ভিক মূলধনে যাবে (ঘ) কখনো প্রারম্ভিক মূলধনে যাবে না
উত্তর : ৬১. ক, ৬২. ক, ৬৩. খ, ৬৪. খ, ৬৫. খ, ৬৬. খ, ৬৭. গ, ৬৮. গ, ৬৯. ক, ৭০.খ, ৭১. ক, ৭২. ঘ।
এমকে