ফাইল ছবি

সুপ্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : সংকল্প’ থেকে ৩টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পিইসি পরীক্ষায় বাংলা বিষয়ে এ প্লাস পেতে অনুশীলনীর মূলভাব, শব্দার্থ, বাক্য রচনা, কবি-পরিচিতি, পাঠ্যবইয়ের  অনুশীলনীর প্রশ্ন ও উত্তর গুরুত্বসহকারে পড়বে।

প্রশ্ন : নিচের শব্দগুলোর অর্থ লিখ।

সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।

উত্তর :

প্রদত্ত শব্দ             শব্দের অর্থ

সংকল্প                 প্রতিজ্ঞা, ইচ্ছা

বদ্ধ                       বন্ধ

যুগান্তর                এক যুগ পর আরেক যুগ

দেশান্তর               এক দেশ থেকে আরেক দেশ

কিসের নেশায়       কী আকর্ষণে, কী উদ্দেশ্যে

বরণ                    কোনো কিছু সাদরে গ্রহণ

মরণ-যন্ত্রণা           মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা

দুঃসাহসী              অত্যাধিক সাহসী

চন্দ্রলোক              চাঁদের দেশ

অচিনপুর             অচেনা জায়গা

ফেড়ে                  চিরে

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।

সংকল্প, বদ্ধ, যুগান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, ফেড়ে, অচিনপুর ।

উত্তর :

প্রদত্ত শব্দ          বাক্য রচনা

সংকল্প : ভালো কাজ করার জন্য দৃঢ় সংকল্প থাকা দরকার।

বদ্: আলো-বাতাস ঢোকে না, এমন বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যকর নয়।

কিসের নেশায়: আকমল কিসের নেশায় এমন ছোটাছুটি করছে?

বরণ: পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই।

মরণ-যন্ত্রণা: যারা সাহসী, তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।

ডুবুরি: ডুবুরি মেঘনা নদীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছেন।

দুঃসাহসী: দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।

চন্দ্রলোক: মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা শুরু করছেন।

ফেড়ে: কাঠুরে কুড়াল দিয়ে কাঠ ফেড়ে ফেলল।

অচিনপুর: দাদু আমাকে অচিনপুরের রাজকন্যার গল্প শুনিয়েছেন।

প্রশ্ন : কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন?

উত্তর : অজানাকে জানার, অদেখাকে দেখার কৌতূহল মানুষের সবসময়। কবিও এর ব্যতিক্রম নন। তিনি বদ্ধ ঘরে থাকতে চান না। কারণ, তিনি জগতের সমস্ত রহস্য জানতে চান। তিনি জানতে চান, সারা বিশ্বের মানুষ যুগ যুগ ধরে কীভাবে নতুন নতুন আবিষ্কারের নেশায় মৃত্যুভয়কে তুচ্ছ করে এগিয়ে চলছে। সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে কিংবা দুঃসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায়—এ সবকিছুও কবি জানতে চান।

বদ্ধ ঘরে আবদ্ধ থেকে কবি রহস্যঘেরা বিশ্বজগতটাকে হাতের মুঠোয় পুরে দেখতে চান। তাই কবি বদ্ধ ঘরে থাকতে চান না।

এমকে