অষ্টম শ্রেণির বাংলা প্রথম পত্র : গল্প : পড়ে পাওয়া (চতুর্থ পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্প ও কবিতা বারবার পড়বে। যাতে বহুনির্বাচনি প্রশ্ন কমন না পড়লেও উত্তর করতে পারো।
৩৮. বিধু অত সহজে ভুলবার পাত্র নয় কেন?
বিজ্ঞাপন
(ক) বাক্সের মালিকের চোখের জলে সে ভোলে নি (খ) বাক্সের মালগুলো খোয়া গেছে বলে (গ) গরিবের ওপর দয়াহীন বলে (ঘ) ভবিষ্যতে উকিল হওয়ার সম্ভাবনা বলে
৩৯. বাক্সটি ফেরত পেয়ে লোকটির চোখ দিয়ে জল পড়তে লাগল; কারণ হলো-
i. হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ ii. মানুষের মাঝে দেবতার অস্তিত্ব পাওয়ায় iii. গরিবদের ওপর দরদি মানুষ দেখে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪০. লোকটা অপ্রতিভভাবে চলে যাওয়ার কারণ হলো-
i. লোভে পড়ে এসেছে ii. ওর মতো কত লোক আসবে iii. বাক্স আমরা কুড়িয়ে পাই নি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii
৪১. সেবার নদীতে আসা বন্যাকে ‘ভীষণ বন্যা’ বলার কারণ হলো-
i. পটল-কুমড়ো-লাউয়ের আবাদ ভেসে গেল ii. ঘড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম iii. অম্বরপুর চরের কাপালিরা সর্বস্বান্ত হয়ে গিয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪২. অম্বরপুরের কাপালির এ গাঁয়ে চাকরির খোঁজে আসার কারণ হলো-
i. এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত ii. দু আড়ি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো iii. বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষখোলার গোয়ালাদের চালাঘরে আশ্রয় নিয়েছে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪৩. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো-
i. সততার শিক্ষা ii. নৈতিক চেতনার বিকাশ iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪৪. ‘পড়ে পাওয়া’ গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারা-
i. অন্যের জিনিস ফিরিয়ে দেয় ii. সততার দৃষ্টান্ত স্থাপন করে iii. পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আরাফাতের সারাজীবনের সাধনা, সে আমেরিকা যাবে। কিন্তু সে সামর্থ্য তার নেই। একদিন ট্রেনে শরিফ সাহেবের সাথে তার পরিচয় হয়। শরিফ সাহেব ট্রেন থেকে নামার সময় ভুলে তাঁর ব্যাগটি ফেলে যান। আরাফাত ব্যাগটি তুলে নেয় এবং দেখে ভেতরে দশ লক্ষ টাকার একটি চেক। আরাফাত ভাবে তার আমেরিকা যাবার সাধ বুঝি এবার পুরণ হলো। কিন্তু রাতে ঘুমের ঘোরে আরমান স্বপ্ন দেখে তার আদর্শবাদী স্কুল মাস্টার মৃত বাবা তাকে বলছেন ‘আরাফাত তোকে অন্যের ধন আত্মসাৎ করার জন্যে মানুষ করি নি।’ আরাফাত চেকটি ফেরত দিল।
৪৫। উদ্দীপকের আরাফাতের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
(ক) আত্মসাৎ (খ) অকল্যাণ (গ) সততা (ঘ) সিদ্ধান্তহীনতা
৪৬। উল্লেখিত তুলনা যে মানদন্ডে বিচার করা যায়, তা হলো-
i. ন্যায়বোধ ও কর্তব্য পরায়ণতা ii. আদর্শ মানসিকতা ও নীতিবোধ iii. সংশয় ও সংকটবোধ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii
উত্তর : ৩৮. ক, ৩৯. ঘ, ৪০. গ, ৪১. ঘ, ৪২. ঘ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. গ, ৪৬. গ।
এমকে