ফাইল ছবি

সুপ্রিয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি’ থেকে ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর পেতে কোন মৌল পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত, তা বিস্তারিতভাবে পড়বে ও মনে রাখার চেষ্টা করবে।

১. কোন মৌল রঙিন যৌগ তৈরিতে ব্যবহৃত হয়?

(ক) F (খ) Si (গ) Fe (ঘ) Al

২. Fe3+ আয়নের M শেলে কতটি ইলেকট্রন রয়েছে?

(ক) 2 (খ) 8 (গ) 13 (ঘ) 14  

৩. নিচের কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি?

(ক) K (খ) Na (গ) Ca (ঘ) Mg

৪. পর্যায় সারণিতে মুদ্রা ধাতুর অবস্থান কোন গ্রুপে?

(ক) ২ (খ) ৮ (গ) ১০ (ঘ) ১১

৫. পর্যায় সারণির ৫ম পর্যায়ে মৌলের ব্যাসার্ধ কত বেশী?

(ক) ৮ (খ) ১৬ (গ) ১৮ (ঘ) ৩২

৬. মুদ্রা ধাতু কোনটি?

(ক) পারদ (খ) লোহা (গ) তামা (ঘ) দস্তা

৭. ল্যাভয়সিয়ে কতটি মৌল নিয়ে ছক তৈরি করেছিলেন?

(ক) ৩৩ (খ) ৬৩ (গ) ৬৭ (ঘ) ৯২

৮. ক্ষার ধাতুসমুহের সক্রিয়তার ক্রম কোনটি?

(ক) Cs > Rb >k>Na (খ)  Rb > k > Na >Cs (গ) Cs > k > Na > Rb  (ঘ) Na > k > Cs > Rb

৯. কোন পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি এক পরমাণুক?

(ক) ৮  (খ) ১৬ (গ) ১৭  (ঘ) ৫৪

১০. কত সালে ত্রয়ী সূত্র আবিস্কার হয়?

(ক) ১৮২৯ সালে (খ) ১৮৬৪ সালে (গ) ১৮৬৯ সালে (ঘ) ১৯১৩ সালে

১১। La (57) কোন গ্রুপের মৌল?

(ক) ৩ (খ) ৪ (গ) ৫ (ঘ) ৬

১২। মোসলে কত সালে পর্যায় সূত্র আবিস্কার করেন?

(ক) ১৮২৯ (খ) ১৮৬৪ (গ) ১৯১১ (ঘ) ১৯১৩

উত্তর : ১.গ, ২. গ, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. ঘ।

এমকে