বাংলাদেশ টেনিসের দ্বিতীয় বাছাই হয়েও ডেভিস কাপের দলে ছিলেন না হানিফ মুন্না। বিতর্ক ও নাটকীয়তার পর অবশেষে বাহরাইনগামী দলে তিনি ঠাঁই পেয়েছেন। 

আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ টেনিস ফেডারেশন ডেভিস কাপ নিয়ে সংবাদ সম্মেলন করেছে। সেখানে হানিফ মুন্না দ্বিতীয় বাছাই হয়েও কেন দলে নেই এ নিয়ে সাধারণ সম্পাদক হায়দার ও বাছাই কমিটির আহ্বায়ক খালেদ আহমেদ শৃঙ্খলাজনিত নানা ব্যাখ্যা দিতে থাকেন। সেই সময় টেনিস কমপ্লেক্স অবস্থান করে প্রতিবাদ জানান হানিফ। 

ফেডারেশনের দাপ্তরিক কাজ শেষে যখন খালেদ বের হচ্ছিলেন, তখন হানিফ কয়েকজনকে নিয়ে খালেদের পথ অবরোধ করেন। খালেদ নিচ থেকে পরে বাধ্য হয়ে ফেডারেশনের ওপরে যান। সেখানেও তাকে একপ্রকার রুমে আটকে রাখা হয়। 

অবস্থা বেগতিক দেখে ফেডারেশন বাধ্য হয়ে হানিফকে দলে নেয়। যা নিয়ে সাধারণ সম্পাদক হায়দার জানান, ‘এটা খুব দুঃখজনক ঘটনা। একজন দলে সুযোগ না পেয়ে যেভাবে অবরুদ্ধ করে রাখল। তাকে দলে না নিলে খালেদ সাহেবকে ছাড়া হবে না এমন অবস্থা তৈরি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে দলে নেওয়া হচ্ছে।’ দলে প্রবেশ ও অবরুদ্ধ করা প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমি জোরালো প্রতিবাদ করেছি। তারা আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পেরে শেষ পর্যন্ত দলে নিয়েছে।’

সংবাদ সম্মেলনের পর হানিফ ও সাধারণ সম্পাদক এই প্রতিবেদকের মুখোমুখি হয়েছিলেন। সেখানে হানিফ বেশ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। সাধারণ সম্পাদক বারবার বলছিলেন, ‘বাছাই কমিটি সব কিছু বিচার-বিবেচনা করে দল গঠন করেছে। এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই।’ এমন ব্যাখ্যায় অবশ্য হানিফ সন্তুষ্ট হননি। প্রতিবাদী অবস্থানে অটল থাকেন তিনি। 

আগামী ২০-২৩ নভেম্বর বাহরাইনে হবে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ ১৮ নভেম্বর দেশ ছাড়বে। 

এজেড/এএইচএস