রাতে ইংল্যান্ডের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে স্পেন। ঠিক তার আগেই এবার এক স্প্যানিশ যুবক শিরোপা তুলে নিলেন ইংল্যান্ডের মাটি থেকে। লন্ডনের অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে দ্বিতীয় শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে একপেশে এক লড়াইয়ে হারালেন কার্লোস আলকারাজ। গেলবছরও জোকোভিচকেই হারিয়ে সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন আলকারাজ। এবারও তাই হলো। 

তবে এদিন জোকোভিচকে পাওয়া গেল না নিজের চেনা ছন্দে। বয়স কিংবা হাঁটুর পুরাতন চোট অথবা কৌশলের ভুল, জোকোভিচ পরাজয়ের জন্য দায়ী করতে পারেন যেকোনো কিছুকেই। আড়াইঘণ্টার লড়াইয়ে কেবল শেষ সেটেই প্রতিদ্বন্দ্বিতা গড়লেন এই সার্বিয়ান তারকা। ৬-২, ৬-২, ৭-৫ (৬-৪) গেমে আলকারাজ হারালেন জোকোভিচকে। হয়ে গেলেন ইতিহাসের অংশ। 

উইম্বলডনের ইতিহাসে মাত্র ৫ম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছেন এই স্প্যানিশ। পুরো ম্যাচেই নিজের আধিপত্য পুরোদমে দেখিয়েছেন এই তরুণ। খুব বেশি সুযোগ দেননি জোকোভিচকে। উলটো বাধ্য করেছেন ভুল করতে। জোকোভিচ বরাবরই পরিচিত নিজের ডাউন দ্য লাইন খেলার কারণে। কিন্তু স্প্যানিশ তরুণ বারবার তাকে বাধ্য করেছেন নেটের কাছে এসে খেলতে। সেখানেই হয়ত এগিয়ে গেলেন আলকারাজ। একের পর এক নেট পয়েন্ট তুলেছেন পুরো ম্যাচে। 

সেন্টার কোর্টে দুজনের প্রথম গেম চলল ১৪ মিনিট ধরে। আলকারাজ় পাঁচ বার জোকোভিচের সার্ভিস ভাঙার সুযোগ পান। প্রথম চার বার জোকোভিচ ফিরে আসেন। দ্বিতীয় গেম মাত্র ৩ মিনিটে শেষ হয়ে যায়। দ্রুতই ৩-১ গেমে এগিয়ে যান আলকারাজ়। পঞ্চম গেমে আবার জোকোভিচের সার্ভিস ভেঙে দিলেন আলকারাজ। এই দফায় ডাবল ফল্ট করেন জোকো। পুরো সেটেই ভুগলেন জোকোভিচ। ৪১ মিনিটের লড়াইয়ে প্রথম সেট আলকারাজ জেতেন ৬-২ গেমে।

প্রথম সেটের সেই খেলাটাই দেখা গেল দ্বিতীয় সেটের শুরুতেও। তবে প্রথম সেটের মতো দ্বিতীয় সেটে অতটা সময় নেননি চ্যাম্পিয়ন আলকারাজ। দু’টি ব্রেক পয়েন্ট পান তিনি। জোকোভিচ বার বার ভুল করেছেন। আনফোর্সড এরর ছিল নিত্যসঙ্গী। পুরো ম্যাচেই ফোরহ্যান্ডে ভুগেছেন। আর ব্যাকহ্যান্ডে হারিয়েছেন নিজের জোর। এমনকি নেট শটে এসেও ভুল করেছেন কয়েকদফায়। মাত্র ৩৪ মিনিটে আরও একবার ৬-২ গেমে সেট হেরে বসেন জোকোভিচ। 

তৃতীয় সেটে এসে প্রথম ম্যাচে ফেরার চেষ্টা জোকোভিচের। আনফোর্সড এরর ছিল। কিন্তু, এবার তাকে অনেকটাই সাবলীল দেখা গেল। ৩-৩ গেম পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। এরপর পরের গেমেই চ্যাম্পিয়নশিপের জন্য সার্ভিস করছিলেন আলকারাজ। তিনটি ম্যাচ পয়েন্টও পেয়ে যান আলকারাজ। ঠিক তখনই ম্যাচে ফেরেন জোকোভিচ। 

পিছিয়ে পড়া সেট এবারে ৫-৫ করেন নোভাক। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর ভুল করেননি আলকারাজ। ৭২ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে জোকোভিচকে উড়িয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন স্পেনের তারকা। উইলিয়াম রেনশ, ফ্রেড পেরি, বোর্ন বোর্গ আর রোজার ফেদেরারের পর টানা দুইবার উইম্বলডনের শিরোপা জয় করলেন এই স্প্যানিশ। 

জেএ