পেছাল গেমস, স্থগিত ক্যাম্প
২০২৪ সালের ফেব্রুয়ারী-মার্চে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমস। ঐ বছর জুলাইয়ে অলিম্পিক গেমস থাকায় এশিয়ান ইনডোর গেমস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া।
এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসে বাংলাদেশের সাঁতার, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, তায়কোয়ান্দো, কুস্তি ডিসিপ্লিনে অংশগ্রহণের এন্ট্রি ছিল। ফেব্রুয়ারির গেমস সামনে রেখে অনেক ফেডারেশনই প্রস্তুতি শুরু করার পর্যায়ে ছিল। গেমস স্থগিত হওয়ায় ক্যাম্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি ফেডারেশন।
বিজ্ঞাপন
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘প্যারিস অলিম্পিকের আগে এশিয়ান ইনডোর অনুষ্ঠিত না করার সিদ্ধান্ত হয়েছে। এটি আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরে ক্যাম্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
শীতকালে সাঁতার ক্যাম্প পরিচালনা করা কষ্টসাধ্য। মার্শাল আর্ট গেমসের জন্য অন্য পুলে ক্যাম্প করার প্রস্তুতি নিয়েছিল ফেডারেশন। শীত পরবর্তী সময়ে নিজেদের পুলে নিয়মিত ক্যাম্প শুরুর কথা বললেন সাধারণ সম্পাদক, ‘আমাদের মিরপুর পুলে গ্যাস সমস্যার জন্য পানি গরম হয় না। তাই শীতে ক্যাম্প পরিচালনা সম্ভব নয়। শীতের পরপরই আমাদের নিয়মিত ক্যাম্প শুরু করব।’
সাঁতার ফেডারেশন ক্যাম্প স্থগিত করলেও অ্যাথলেটিক্স ফেডারেশন ক্যাম্প চালিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমরা জাতীয় দলের ক্যাম্প শুরু করেছি। গেমস পিছিয়ে গেলেও আমরা ক্যাম্প অব্যাহত রাখব।'
প্যারিস অলিম্পিক আগামী বছর জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে। অলিম্পিক শেষে আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্ট গেমস অনুষ্ঠিত হতে পারে।
এজেড/এফআই