১৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন টেনিসে দেখা যাবে না কিংবদন্তী তারকা রাফায়েল নাদালকে। তাকে এবারের আসরে পাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। সেটাই সত্যি হলো শেষ পর্যন্ত। কোমরের নিচের অংশে (হিপ) চোটের কারণে সর্বোচ্চ ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

আগামী ২৮ মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন, চলবে ১১ জুন পর্যন্ত। তার আগে আজ (১৮ মে) নিজের ইনজুরি নিয়ে আপডেট তথ্য দিয়েছেন নাদাল। ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজের অবসরের ইঙ্গিতও দিয়েছেন।

নিজের একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘এটি আমার সিদ্ধান্ত নয়, শরীরের। রোনাল্ড গারোসে খেলা আমার জন্য অসম্ভব। আমি মনে করি, আগামী বছরই হবে আমার টেনিস যাত্রার শেষ সময়। ততদিন পর্যন্ত খেলতে চাইলে এখন আমার মাঠে ধারাবাহিক হওয়া সম্ভব নয়।’

আগামী মাসেই ৩৮ বছরে পা দেবেন এই টেনিস তারকা। একই ইনজুরির কারণে তিনি গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনেও বেশ ভুগতে দেখা গেছে। সেখানে দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে যান নাদাল। তখনই বোঝা গিয়েছিল তার চোট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। নাদাল প্রথমে ভেবেছিলেন ছয় থেকে আট সপ্তাহ লাগবে সুস্থ হতে। তবে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অনুশীলনে নাদালকে অস্বস্তিতে থাকতে দেখা যায়।

এরপর গত কয়েক সপ্তাহ ধরেই তিনি মাঠে ফেরার চূড়ান্ত প্রক্রিয়া চালিয়ে আসছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠায়, প্যারিসের রোনাল্ড গারোসে নামা হবে না বলে জানিয়ে দিলেন তিনি। নাদাল বলছেন, ‘আপাতত কিছুদিন আমাকে টেনিস থেকে দূরে থাকতে হবে। হয়তো দু’মাস কিংবা তিন-চার মাস। গত চার মাস খুবই কঠিন গেছে। রোনাল্ড গারোসে না খেলার কথা ভাবতেই পারি না। কিন্তু বাস্তব পরিস্থিতি এমনই যে আমাকে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতেই হচ্ছে। মহামারি করোনার পরে অনুশীলনে শরীর সেভাবে আমার সঙ্গ দেয়নি। তৈরি হয়েছে অনেক সমস্যা। শারীরিক কারণে খেলা থামিয়ে দিতে হয়েছে।’

পরবর্তী বছর টেনিস কোর্টে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ২২টি মেজর ট্রফি জেতা তারকা বলছেন, ‘আগে থেকে কোনো কথা বলতে চাই না। আমি এমন মানুষ নই যে একবার এক কথা বলব, পরের বার অন্যটা। পরের বছরই আমার পেশাদার জীবনের শেষ। আপাতত এটাই আমার ভাবনা।’

এএইচএস