সেরেনা উইলিয়ামস ও সিমোনা হ্যালেপ/ছবি: অস্ট্রেলিয়ান ওপেন

সেই ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়। প্রতিযোগিতার শেষ শিরোপা তো বটেই, সেটাই হয়ে আছে সেরেনার সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জয়। এরপর থেকে আর অজি ওপেনের শেষ চারেই উঠতে পারেননি যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। তার সে খরা অবশেষে কেটেছে আজ। কোয়ার্টার ফাইনালে সিমোনা হ্যালেপকে সরাসরি সেটে উড়িয়ে মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়ার দুই ধাপ দূরে চলে এসেছেন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় টেনিস তারকা হ্যালেপকে দাঁড়াতেই দেননি সেরেনা। শুরু থেকে আধিপত্য ধরে রেখে জয় তুলে নেন ৬-৩, ৬-৩ গেমে। তাতে চার বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত হয় তার।

সিমোনা হ্যালেপ/ছবি: অস্ট্রেলিয়ান ওপেন

 

সেমিফাইনালে তার প্রতিপক্ষ নাওমি ওসাকা। যার বিপক্ষে ২০১৮ ইউএস ওপেনের ফাইনালে হারের তিক্ত স্বাদ নিয়েছিলেন সেরেনা। জাপানি তারকা ওসাকাও অবশ্য সেমিফাইনালে এসেছেন প্রতিপক্ষকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে। সু-ওয়েই সেইহের বিপক্ষে তিনি জিতেছেন ৬-২, ৬-২ গেমে। আগামী বৃহস্পতিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবেন দুজনে।

প্রতিযোগিতার অন্য কোয়ার্টার ফাইনালে আগামীকাল শীর্ষ বাছাই অ্যাশলে বার্টি খেলবেন ক্যারোলিনা মুকোভার বিপক্ষে। আর জেনিফার ব্র্যাডি মুখোমুখি হবেন জেসিকা পেগুলার।

এনইউ