রোমান সানা-সীমান্তদের চোখও থাকবে টিভি পর্দায়
আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেটে অত্যন্ত ব্যস্ত সূচি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ম্যাচও রয়েছে। বাংলাদেশ সময় বিকেল চারটা থেকে আন্তর্জাতিক খেলার ব্যস্ততা শুরু। ফুটবল ক্রিকেটের বাইরে অন্যান্য খেলার খেলোয়াড়রা আজ টিভির সামনে বেশি সময় কাটাবেন।
বাংলাদেশের ম্যাচ বিকেল চারটায়। এই ম্যাচটি দেশের অন্য সকল ডিসিপ্লিনের খেলোয়াড়রা দেখার চেষ্টা করবেন। আজ জাতীয় সাঁতার ও প্রিমিয়ার হকি থাকায় অনেকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের কিছু অংশ মিস করবেন।
বিজ্ঞাপন
ভারত পাকিস্তান খেলা বাংলাদেশ সময় রাত আটটা ও বার্সা রিয়াল একই সময় হওয়ায় অনেকে বেছে নিচ্ছেন একটা আবার অনেকে ভাগাভাগি করে দেখবেন। এসএ গেমসে স্বর্ণপদক জয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ভারত পাকিস্তান ম্যাচে চোখ রাখবেন।
তিনি বলছিলেন, ‘বিকেলে অনুশীলন আছে। বাংলাদেশের ম্যাচের দ্বিতীয় অংশ ও ভারত-পাকিস্তান ম্যাচ দেখব।’ ভারত পাকিস্তান ম্যাচ দেখলেও বিশেষ কোনো সমর্থন নেই কোনো দলের প্রতি, ‘ভারত পাকিস্তান খেলার উত্তেজনা উপভোগ করি। ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হয়।’
অলিম্পিকে সরাসরি অংশ নেওয়া বাংলাদেশি আরচ্যার রোমান সানা রিয়াল মাদ্রিদের সমর্থক। তিনি ফুটবলটা দেখবেন আগে, ‘অবশ্যই ফুটবল আগে দেখব। ফুটবল শেষ হওয়ার পর ক্রিকেটের এক ইনিংস পাব।’
এসএ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার শাকিল আহমেদ ভারত-পাকিস্তান ম্যাচ পুরোপুরি উপভোগ করতে চান, ‘ভারত পাকিস্তান ম্যাচ সব সময় উপভোগ্য। বিশ্বকাপের মঞ্চে তো আরো। এই ম্যাচ মিস করা যাবে না কোনোভাবেই।’
বিকেলে শেষ হচ্ছে জাতীয় সাঁতার। বাংলাদেশের খেলা কিছু অংশ মিস হলেও রাতে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবলে চোখ রাখবেন শিলা-সাগররা। জাতীয় ফুটবলাররা এখনো ক্যাম্পে উঠেননি। নিজ নিজ বাসায় সবাই পরিবার ও প্রিয়জনের সঙ্গে খেলা উপভোগ করবেন। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার আজ বিবাহোত্তর সংবর্ধনা। তিনি অবশ্য রিয়াল বার্সার উন্মাদনায় মাততে পারবেন না।
এজেড/এমএইচ