দ্রুততম কিশোর আফজাল ও কিশোরী সুমাইয়া
শেখ রাসেল ৩৭ তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। ১০০ মিটার (কিশোর) ইভেন্টে দ্রুততম মানব নড়াইল জেলা ক্রীড়া সংস্থার মোঃ আফজাল খাঁ সময় নিয়েছেন ১০.৭১ সে.। ১০০ মিটার (কিশোরী) দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপি’র এ্যাথলেট সুমাইয়া দেওয়ান, তিনি সময় নিয়েছে ১২.২০ সে.। একই ইভেন্টে সুমাইয়া দেওয়ান সর্বশেষ জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে স্বর্ণপদক অর্জন করেন।
১৮টি ইভেন্ট সম্পন্ন হয়েছে আজ। ৯ স্বর্ণ ও রৌপ্য-৬টি ও ২টি ব্রোঞ্জ মোট ১৭টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বিকেএসপি। ৪ টি স্বর্ণ, রোপ্য-২টি ও ৪ টি ব্রোঞ্জ মোট ১০টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা এবং ০২ টি স্বর্ণ ও ১ টি রৌপ্য মোট ৩টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। ৩৮ টি ক্রীড়া সংস্থার ৩৪২জন এ্যাথলেট অংশগ্রহন করছেন। এই বয়স ভিত্তিক ক্রীড়ানুষ্ঠানে ৩৮টি সংস্থার ৩৪২জন বালক বালিকা ও কিশোর কিশোরী, ৪৫জন কোচ/ম্যানেজার এবং ১৬০জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এই প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বালক বালিকা (অ-১৭) ১৪ টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অ-১৯) ২৭ টি ইভেন্টে।
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত শেখ রাসেল ৩৭তম জাতীয় জুনিয়র এ্যাথলেটিকস প্রতিযোগিতা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় নদী রক্ষা কমিশনের মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের মাননীয় সভাপতি জনাব এ এস এম আলী কবীর।
বিজ্ঞাপন
এজেড/এনইউ