ভেন্যু সংকটে খোলা আকাশের নিচে কুস্তি
দেশের বিভিন্ন খেলায় অবকাঠামো সংকট প্রকট। বিশেষ করে কুস্তিতে বেশ কয়েক বছর ধরেই ভেন্যু সংকটে রয়েছে। কুস্তি সাধারণত জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের জিমনিশিয়ামে অনুষ্ঠিত হতো। গত কয়েক বছর সেখানে জিমন্যাস্টিক্স,তায়কোয়ান্দো ব্যবহার করায় কুস্তি যাযাবর। কখনো হ্যান্ডবল স্টেডিয়াম আবার কখনো রোলার স্কেটিংয়ে হয়েছে কুস্তি।
হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে বিজয় দিবস কাবাডি। হ্যান্ডবল স্টেডিয়ামের ভেতরে কাবাডি কোর্ট বসানো। তাই এবার কুস্তি আয়োজন হয়েছে হ্যান্ডবলের অনুশীলন গ্রাউন্ডে। হ্যান্ডবল ম্যাচের আগে ওয়ার্ম আপ করে অনেক দল। অনুশীলন না হলে অনেক সময় মোটরসাইকেল পার্কিং হিসেবেও ব্যবহৃত হয়। সেই খোলা আকাশের নিচে এবার কুস্তি হয়েছে।
বিজ্ঞাপন
বিজয় দিবস কুস্তির পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মেয়েদের বিভাগে পাঁচটি স্বর্ণ ও একটি রুপা জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে সেনাবাহিনী। চারটি করে স্বর্ণ ও রুপা এবং একটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়।
ছেলেদের বিভাগে বিজিবি ছয়টি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ সেনাবাহিনী জিতেছে দুটি স্বর্ণ, পাঁচটি রুপা ও দুটি ব্রোঞ্জ। দুই বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণীতে অনুষ্ঠিত হয় এবারের বিজয় দিবস কাবাডির প্রতিযোগিতা।
পল্টন ময়দানে হয়েছে রাগবি প্রতিযোগিতা। বিপ্লবী প্রীতিলতা মেয়েদের ফোর সাইড স্যান্ড রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে এসএইচএ একাডেমি। রোববার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ পয়েন্টে এসআর রাগবি ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজেএমসি ও বাংলাদেশ আনসারের সাবেক অ্যাথল্যাট, আন্তজার্তিক ও জাতীয় পর্যায়ের হ্যান্ডবল, ভলিবল, কাবাডি খেলোয়াড় আখিরুন্নেসা।
এজেড/এইচজেএস