কাবাডি শুরু, ব্যাডমিন্টনে বাংলাদেশের দুই ব্রোঞ্জ
ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ। ইউনেক্স সানরাইজ ব্যাংলাদেশ চ্যালেঞ্জে দুটি ব্রোঞ্জ নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ দ্বৈতে কোয়ার্টার ফাইনাল খেলায় রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি ২১-১৩ ও ২১-১৭ পয়েন্টে স্বদেশি এসএসএম সিফাত উল্লাহ ও এসএসএম সিবগাত উল্লাহ দুই ভাইয়ের জুটিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। আরেক দ্বৈতে বাংলাদেশের আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন জুটি ১২-২১, ২২-২০ ও ২১-১৫ পয়েন্টে ভারতের রাজিন অভিমন্যু ও আমান নানদাল জুটিকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।
বিজ্ঞাপন
মিশ্র দ্বৈতে আরেকটি ব্রোঞ্জ জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে আল আমিন জুমার ও উর্মি আক্তার জুটি ২১-১৩, ১০-২১ ও ২১-১৯ পয়েন্টে হেরে যায় ভারতের রাহুল আজাদ ভেলরি ও জাহ্নবি জে শেঠি জুটির কাছে।
হ্যান্ডবল স্টেডিয়ামে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে আজ। পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে মোট ১২ টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ম্যাচ দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ফায়ার সার্ভিসকে বড় ব্যবধানে হারিয়েছে পুলিশ। ৫৬-২৮ পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে পুলিশ ৩২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। পুলিশের ৪ টি লোনার বিপরীতে ১টি লোনা পেয়েছে ফায়ার সার্ভিস।
বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। আর পুরুষ বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
২৪ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, সার্চ কমিটির কর্মকর্তারা।
এজেড/এইচজেএস