অবশেষে কোর্টে ফিরছে কাবাডি, খেলা হবে হ্যান্ডবল স্টেডিয়ামে
জাতীয় খেলা কাবাডি। সম্প্রতি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বিশেষ করে এসএম নেওয়াজকে সাধারণ সম্পাদক মেনে নিতে পারেননি কাবাডি সংশ্লিষ্ট কেউ কেউ। এজন্য প্রতিবাদ, চিঠি-চালাচালি সবই হয়েছে।
১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করে। ইতোমধ্যে দাবা ফেডারেশন বিজয় দিবস টুর্নামেন্ট চালু করেছে। কাবাডি ফেডারেশন আগামীকাল থেকে শুরু করছে বিজয় দিবস কাবাডি। এ নিয়ে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনও হয়েছে।
বিজ্ঞাপন
নারী-পুরুষ দুই বিভাগেই হবে বিজয় দিবস কাবাডি। নারী বিভাগে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুই বিভাগেই প্রাথমিক পর্বের খেলা হবে গ্রুপ ভিত্তিতে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। দুই বিভাগের সেমিফাইনাল বিজয়ী শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। ২৪ ডিসেম্বর দুই বিভাগের ফাইনাল হবে।
কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। এর কারণ সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, 'কাবাডি ফেডারেশনে রাষ্ট্রীয় কাজে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছে। এজন্য আমরা এই টুর্নামেন্টটি হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজন করছি। ম্যাট দিয়ে আমরা হ্যান্ডবল স্টেডিয়ামকে কাবাডি উপযোগী করে নিচ্ছি।'
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহাগকে নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটি একজনকে আজ সাক্ষ্য দেয়ার জন্য ডেকেছিল। আকস্মিক সেই সাক্ষ্য প্রদান স্থগিত হয়েছে। এ নিয়ে ক্রীড়াঙ্গনে বিস্ময় সৃষ্টি হয়েছে। বিজয় দিবস কাবাডি হলেও এই সংক্রান্ত বিষয়েও প্রশ্ন হয়েছে।
এজেড/এইচজেএস