ভারোত্তোলকরা বাহরাইনে, হাঙ্গেরিতে সাঁতারুরা
প্রায় একই সময় ভারোত্তোলন ও সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ দল বাহরাইনে পৌঁছেছে। আজ (শুক্রবার) ভোররাতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হবেন সাঁতারুরা।
জুলাইয়ে প্যারিস অলিম্পিকে খেলেছিলেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। সদ্য সমাপ্ত জাতীয় সাঁতারে করেছেন একাধিক রেকর্ড। বিশ্ব সাঁতার সংস্থার বৃত্তিতে থাইল্যান্ডে প্রশিক্ষণ নেওয়া রাফি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। নারী সাঁতারু যুথি আক্তারও ব্যাকস্ট্রোকে দুটি ইভেন্টে অংশ নেবেন।
বিজ্ঞাপন
সাঁতার দলের কোচ কাম ম্যানেজার হয়ে যাচ্ছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সেলিম মিয়া। ফেডারেশনের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা। সাঁতার প্রতিযোগিতা শুরু হওয়ার আগে কংগ্রেস রয়েছে।
এজেড/এএইচএস