গত কয়েকদিন ধরে জাতীয় খেলা কাবাডির কমিটি নিয়ে শিরোনাম। অথচ কোর্টে কোনো খেলা নেই। এমন পরিস্থিতিতে নেপাল কাবাডি লিগে খেলার সুযোগ এসেছে খেলোয়াড়দের সামনে। নেপালের লিগে খেলতে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ৬ জন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে। 

দুই রেইডার মিজানুর ও শাহান, দুই অলরাউন্ডার ইয়াসিন আরাফাত ও মনিরুল চৌধুরী, দুুই ডিফেন্ডার সবুজ মিয়া ও রোমান হোসেন নেপাল কাবাডি লিগে খেলতে পারেন। খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের কোচিং প্যানেল রয়েছে। তারা নেপালের নির্দেশনা অনুযায়ী নির্বাচন করেছে। নেপাল পজিশনভিত্তিক দুই জন করে খেলোয়াড় চেয়েছে।’

আগামী ১০ ডিসেম্বর টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট। ফেডারেশনের সাধারণ সম্পাদকের ধারণা, ‘প্রথাগত ড্রাফট হয়তো হবে না। দলগুলো হয়তো নিজেদের মধ্যে বন্টন করে নেবে, আমরা আশাবাদী ৬ জনের খেলার ব্যাপারে।’ জানুয়ারি মাসে নেপালে লিগ শুরু হওয়ার কথা রয়েছে। 

নেপাল বাংলাদেশের চেয়ে কাবাডিতে পিছিয়ে ছিল। সেই নেপাল এশিয়ান গেমসে গত বছর পদক জিতে। আর বাংলাদেশ ফিরে আসে শূন্য হাতে। এখন বাংলাদেশের খেলোয়াড়রা যাচ্ছেন সেই নেপালের লিগ খেলতে। 

এজেড/এএইচএস