সাদিয়ার অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক
এসএ গেমস স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা আজ ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
বয়স মাত্র ৩১ বছর। তেমন বেশি নয়৷ ব্যক্তিগত ও নানা কারণে সাদিয়া শুটিংয়ে নেই এক দশক৷ বিরতি থাকলেও শুটাররা তাকে মনে রেখেছেন। 'সে আমার শুটিংয়ে ঘনিষ্ঠদের একজন। অনেক স্মৃতি তার সঙ্গে। বেশ সম্ভাবনাময় শুটার ছিলেন', বলেন আরেক স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না।
বিজ্ঞাপন
গত এক যুগের বেশি সময় বাংলাদেশের শুটিংয়ের বড় তারকা আব্দুল্লাহ হেল বাকী। সাদিয়ার অকাল প্রয়াণে বাকী অত্যন্ত ব্যথিত, 'এমন সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না ৷ সে শুটিংয়ে বেশ সম্ভাবনায়ী ছিল এবং অল্প সময়েই তার অনেক সফলতা ছিল।'
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় মঞ্চ এসএ গেমস। ২০১০ সালে সেই গেমসে সাদিয়া দলগত স্বর্ণ জেতেন এবং ব্যক্তিগত রৌপ্য। ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ শুটিং দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এরপর ব্যক্তিগত কারণে ছন্দপতন।
সাদিয়া এক দশক ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকলেও তাকে ভুলেনি ক্রীড়াঙ্গন। দেশের ক্রীড়াঙ্গনে শীর্ষ তিন সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন পৃথক পৃথক শোক প্রকাশ করেছে সাদিয়ার অকাল প্রয়াণে।
শুটিং ফেডারেশন, শুটিং পরিবার ও চট্টগ্রামের ক্রীড়াঙ্গন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন ছাড়াও বিভিন্ন ক্রীড়া সংস্থা ও ব্যক্তিত্ব সাদিয়ার প্রয়াণে শোক জানিয়েছে। স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাদিয়া।
এজেড/এইচজেএস