কাবাডির কমিটিতে পরিবর্তন
জাতীয় ক্রীড়া পরিষদ গত বৃহস্পতিবার রাতে নয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করা হয়েছিল। কাবাডি ফেডারেশনের কমিটিতে যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হকের নাম ছিল হাতে লেখা। যা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ ৪৮ ঘণ্টা পর কাবাডি ফেডারেশনের কমিটিতে পরিবর্তন এনেছে। গাজী মোজাম্মেল হককে বাদ দিয়ে ইসরাইল হাওলাদারকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। তিনিও বাংলাদেশ পুলিশের কর্মকর্তা। নতুন দায়িত্বপ্রাপ্ত ইসরাইল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার।
বিজ্ঞাপন
মোজাম্মেল হক বিগত কমিটিতেও যুগ্ম সম্পাদক ছিলেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকলেও যুগ্ম সম্পাদক মোজাম্মেলরও প্রভাব ছিল অনেক। তার পেশাগত পুলিশ অঙ্গনে সমালোচিত ছিলেন আর্থিক অসঙ্গতির বিষয়ে। এরপরও তার নাম পুনরায় যুগ্ম সম্পাদক হিসেবে হাতে লেখা কমিটিতে থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ সমালোচনার মুখে পড়েছিল।
কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছাড়াও সাধারণ সম্পাদক মনোনয়ন নিয়ে সমালোচনা রয়েছে। বিগত কমিটির যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন। তিনি ক্রীড়াঙ্গনে প্রথাগত সংগঠক নন। ক্রিকেট বোর্ডের সঙ্গে মার্কেটিং-স্পন্সর নিয়ে কাজ করে ক্রীড়াঙ্গনে তার পরিচিতি। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আনুকূল্য পেয়ে কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক হন। স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্যও হয়েছেন হাবিবুর রহমানের মাধ্যমেই। জাতীয় ক্রীড়া পরিষদ যুগ্ম সম্পাদক পদে সংশোধন করলেও সাধারণ সম্পাদক হিসেবে নেওয়াজ সোহাগকেই বলবৎ রেখেছে।
এজেড/এএইচএস