দেশের দুই অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা মেরিনার ইয়াংসে সভাপতি পরিবর্তন হয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘে সভাপতি হয়েছেন তাজওয়ার এম আউয়াল ও ঢাকা মেরিনার ইয়াংসে সামির কাদির চৌধুরী। সম্প্রতি এক সভার মাধ্যমে দুই ক্লাব নতুন সভাপতিকে বেছে নেন। 

আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি তাজওয়ার এম আউয়াল বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ছেলে ও বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়ালের ছোট ভাই। তিনি প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব ফেনী সকারের সঙ্গে যুক্ত ছিলেন। 

সামির কাদির চৌধুরী ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। বাংলা‌দেশ প্রিমিয়ার লিগ (বি‌পিএ‌ল)-এর দল চিটাগাং কিংস তারই গড়া। এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম‌্যান ও বিখ‌্যাত দি ঢাকা ডাই‌য়িং-এর প্রধান নির্বাহী সা‌মির কা‌দের চৌধুরী ক্রীড়াঙ্গ‌নের সুপ‌রি‌চিত সংগঠন ঢাকা মে‌রিনার ইয়াংস ক্লা‌বের সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহণ ক‌রে‌ছেন।

মেরিনার ইয়াংস মুলত হকি নির্ভর ক্লাব। সর্বশেষ লিগের যুগ্ম চ্যাম্পিয়ন। হকি ছাড়াও টিটি, ব্যাডমিন্টন, হ্যান্ডবলে অংশগ্রহণ করে ক্লাবটি। আরামবাগ মুলত ফুটবলে বেশ ঐতিহ্যবাহী। স্বাধীনতার পর বিদেশ থেকে প্রথম ট্রফি এনেছিল আরামবাগ ফুটবল দল। নতুন দুই সভাপতি দুই ক্লাবকে সফলতার পাশাপাশি ঐতিহ্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন। পৃথক পৃথক দুই সভায় দুই ক্লাবের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। একই এলাকার ক্লাব হওয়ায় দুই ক্লাবের সদস্যও আছেন অনেকে। 

এজেড/জেএ