বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশনের দীর্ঘদিনের কার্যনির্বাহী সদস্য গোলাম মারুফ মনা আর নেই। আজ (শনিবার) সকালে ইন্তেকাল করেছেন।

সংগঠক মনা এর আগে টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন। খেলা ছাড়ার পর গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা ও টেবিল টেনিস ফেডারেশনে সংগঠক হিসেবে কাজ করেন। তার হাত দিয়ে বহু খেলোয়াড় সৃষ্টি হয়েছে। বর্তমানে চীনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণেও রয়েছে তার হাত ধরে উঠে আসা খেলোয়াড়। 

মৃত্যুকালে মনার বয়স হয়েছিল ৬১ বছর। গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে, বাদ এশা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাযার পরে গাইবান্ধা পৌর কবরস্থানে লাশ দাফন করা হবে তাকে। গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনেরও সভাপতি। 

৬১ বছর বয়সী মনা স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনার মৃত্যুতে বাফুফে ও টিটি ফেডারেশন শোক প্রকাশ করেছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন মনার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার জানিয়েছে।

এজেড/এএইচএস