প্যারিসে তীব্র গরম। সেই গরমে ভরদুপুরে ইনভলিডসে বাংলাদেশি আরচ্যার সাগর ইসলাম রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ১/৩২ স্টেজে ইতালিয়ান আরচ্যার মারিও নেসপোলির কাছে হেরেছেন। পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের হলেও সাগর প্রথম তিন সেট হারায় ৬-০ সেট পয়েন্টে হারেন। বাকি দুই সেট আর খেলা হয়নি। 

ইতালিয়ান মারিও টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী। প্রথম সেটেই তার জাত চিনিয়েছেন। তিনটি তীরই দশ স্কোর করেছেন। সেখানে সাগরের স্কোর ৮; ৯ ; ১০। 

দ্বিতীয় সেটে মারিও একটু খারাপ করেন। তিনি ৩ শটে ২৭ করেন। সাগর করেন ২৬। প্রথম দুই শটে দুই জনের সমান ১৭ ছিল। শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।

ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে পয়েন্টের বিকল্প ছিল না বাংলাদেশের আরচ্যারের। তৃতীয় সেটে অলিম্পিকে পদকজয়ী আরচ্যার তেমন সুযোগ দেননি। ৯:৯ ও ১০ করে ২৯ নেন। সাগর ২৫ করলে বাংলাদেশের আরচ্যারির অলিম্পিক পথচলা শেষ হয়। 

এজেড/এইচজেএস