প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। সে কারণে সকাল থেকেই প্যারিস নিরাপত্তার চাদরে আবৃত। সিন নদীর আশপাশে গেমস সংশ্লিষ্ট ছাড়া কারও প্রবেশাধিকার নেই। নিরাপত্তা কর্মীরা যথেষ্ট চেক করেই উদ্বোধনী ভেন্যুতে ঢোকার অনুমতি দিয়েছেন। তবে এরই মাঝে বৃষ্টি বাগড়া দিয়েছে অলিম্পিক গেমস উদ্বোধনের শহরটিতে।

এর আগে অনুষ্ঠান শুরুর ঘণ্টা চারেক আগে থেকেই ভেন্যুতে আসছেন অ্যাথলেট, কর্মকর্তা, কোচ ও মিডিয়া ব্যক্তিত্বরা। আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে প্যারিস অলিম্পিকে নিরাপত্তাজনিত হুমকি রয়েছে। আজ (শুক্রবার) গেমসের উদ্বোধনের কয়েক ঘণ্টা আগেও অগ্নিসংযোগ হয়েছে ট্রেনে। যদিও এতে গেমস ও উদ্বোধনীতে কোনো প্রভাব পড়েনি। 

সারাবিশ্বে আইকনিক স্থাপত্য প্যারিসের আইফেল টাওয়ার। সিন নদীর কোল ঘেষেই আইফেল টাওয়ার অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজকরা এমনভাবে সাজিয়েছে নদীর পাশাপাশি আইফেল টাওয়ারও পড়েছে। চার ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানে ফ্রান্সের সংস্কৃতি, ইতিহাসও উঠে আসবে। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে নানা ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বও এসেছেন।

এদিকে, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান যখন মঞ্চস্থ হতে প্রস্তুত, তার আগমুহূর্তেই বৃষ্টি নেমেছে প্যারিসে। ফলে অনুষ্ঠানস্থল মোটামুটি ঢেকে দেওয়া হয়। আউটডোরে থাকা সাংবাদিকরা কেউ ল্যাপটপ ঢাকছেন, আবার ভিআইপিরা বড় ছাতা দিয়ে আঢাল করছেন নিজেদের।

নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নিরাপত্তা বাহিনীর ৪৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। এমন আয়োজন সরাসরি উপভোগ করবেন তিন লাখ দর্শক এবং এবারের অলিম্পিকে অংশগ্রহণ করছেন সাড়ে ১০ হাজার অ্যাথলেট।

এজেড/এএইচএস