সৌজন্যে- মাহমুদা আলী, নির্বাহী সদস্য, বাংলাদেশ দাবা ফেডারেশন

বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার মনন রেজা নীড় শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ স্ট্যান্ডার্ড দাবায় অনূর্ধ্ব-১৮ বিভাগে রৌপ্য জিতেছেন। সেই রৌপ্যপদক আজ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুণাবর্ধনের হাত থেকে গ্রহণ করেছেন।

আজ কলম্বোতে শেষ হয়েছে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা। সেই টুর্নামেন্টে নানা বিভাগে পদকজয়ীদের অনুষ্ঠান হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে। লঙ্কান প্রধানমন্ত্রী কয়েকটি পুরস্কার নিজ হাতে প্রদান করেছেন। এর মধ্যে বাংলাদেশের নীড় ছিলেন।বিদেশি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের এই ফিদে মাস্টার, 'প্রধানমন্ত্রী মাত্র অল্প কয়েকটি পুরস্কার হস্তান্তর করেছেন। অনূর্ধ্ব-১৮ বিভাগ দেয়ায় আমি সেই পুরস্কার গ্রহণ করতে পেরেছি।'

এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৪ বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফিদে মাস্টার টাইটেল পেয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদ। তিনি অবশ্য লঙ্কান প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিতে পারেননি। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেও নীড়ের কন্ঠে ঝরল আফসোসদ, 'চ্যাম্পিয়ন হলে অথবা চ্যাম্পিয়নের সমান পয়েন্ট থাকলে আন্তর্জাতিক মাস্টার হতে পারতাম। খুব কাছ থেকে মিস করলাম এজন্য খারাপ লাগছে।'

আগামীকাল থেকে আরেকটি জুনিয়র এশিয়ান টুর্নামেন্ট খেলবেন নীড়। সেখানে নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হতে চান। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ইতোমধ্যে দু’টি নর্ম অর্জন করেছেন নারায়ণগঞ্জের এই ক্ষুদে দাবাড়ু। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নীড় অবশ্য খেলছেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে। এজন্য তার রেজিস্ট্রেশন ফি, আবাসন ও অন্য ব্যয় নিজেকেই বহন করতে হচ্ছে। জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ায় সাকলাইন ও ওয়াদিফাকে কোনো খরচ বহন করতে হচ্ছে না। 

দ্বীপদেশ শ্রীলঙ্কা দাবার দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করছে। জুনিয়র দাবার এই টুর্নামেন্টে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়েছে। শ্রীলঙ্কা দাবায় অনেক গুরুত্ব দিচ্ছে বলে জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা মলি, 'শ্রীলঙ্কা পর্যটন নির্ভর দেশ। দাবার মাধ্যমে তারা পর্যটন সমৃদ্ধ করতে চায়। এজন্য বড় মাপের টুর্নামেন্ট করছে। এই জাতীয় টুর্নামেন্ট থেকে সরাসরি টাইটেল ও নর্ম অর্জনের সুযোগ রয়েছে। দাবাড়ুদের উৎসাহ ও দাবার জনপ্রিয়তা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর হাত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেছে শ্রীলঙ্কার দাবা ফেডারেশন।'

এজেড/এইচজেএস