সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে জুনে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের যুবারা। ৩০ জুন থেকে ৬ জুলাই চঙ্গুই শহরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া থেকে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেছে শ্রীলংকাও। এশিয়াতে ৪৩টি দেশের জন্য পাঁচটি অঞ্চল নির্বাচন করা রয়েছে। যেখান থেকে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করবে দশটি দল। তাদের সঙ্গে চূড়ান্ত পর্বে খেলবে গতবারের সেমিফাইনালিস্ট চার দল চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত।

মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে রুপা জিতেছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৯ দল। লিগ পদ্ধতির খেলায় ৩-০ সেটে পাকিস্তানকে, সমান ৩-০ সেটের ব্যবধানে মালদ্বীপ এবং নেপালকে হারিয়ে রুপা জেতেন বাংলাদেশের রামহিম লিওন বম, মোহাম্মদ নাফিজ ইকবাল, আবুল হাসান হাসিব ও মোহাম্মদ জুয়েল রানারা। গতকাল দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। 

এজেড/এএইচএস