শ্বশুরবাড়িতে প্রথম ঈদ দিয়ার
দেশের অন্যতম দুই সেরা ক্রীড়াবিদ আরচ্যার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গত বছর জুলাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর এবারই প্রথম ঈদ রোমান-দিয়াদের। তাই দুই জনের মধ্যেই একটু বাড়তি উন্মাদনা ও ভিন্ন অনুভূতি।
দিয়া সিদ্দিকীর বয়স মাত্র বিশ। এর মধ্যেই বিবাহিত জীবন শুরু করেছেন। বিবাহিত জীবনের প্রথম ঈদ কাটাবেন স্বামী রোমান সানার খুলনার বাড়িতে। শ্বশুরবাড়ি খুলনায় ঈদ করতে নিজ বাড়ি নীলফামারী থেকে ২৯ রোজায় পৌঁছেছেন দিয়া।
বিজ্ঞাপন
বিয়ের পর প্রথম ঈদ কাটানো নিয়ে বেশ উচ্ছ্বাস দেশসেরা নারী আরচ্যারের ‘এবার ঈদটা অবশ্যই বিগত ঈদগুলোর চেয়ে ভিন্ন। আগে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতাম। এখন স্ত্রী, বৌমা পরিচয়ে ঈদ কাটাব। ঈদে রোমানদের এলাকার সংস্কৃতিও জানব। আমি তাদের বাড়িতে ছোট বৌ, বেশ আদরেই সময় কাটছে।’
ঈদে দেবর-ননদের সঙ্গে ভাবীর খুঁনসুটি হয় অনেক। দেবর না থাকলেও ভাসুররাও বেশ বন্ধুত্বপূর্ণ বললেন দিয়া, 'রোমান সবার ছোট তাই আমার দেবর নেই। ভাসুররা বড় তাই আমি একটু কম কথা বলি কিন্তু তারা খুব বন্ধুত্বপূর্ণ।'
ঈদের দিন বৌদের অনেক ব্যস্ততা। সাংসারিক নানা কাজ করতে হয়। তবে দিয়া শ্বশুরবাড়িতে কাজের তেমন সুযোগই পান না, ‘আমাকে সবাই খুব আদর করে। আমি ছোট এবং ছোট বৌ কোনো কিছুই আমাকে করতে দেয় না। এরপরও আমি সুযোগ পেলে বিরিয়ানি রান্না করার চেষ্টা করব। সেমাই সেভাবে পারি না (হাসি)।'
রোমানের পরিবারের সঙ্গে প্রথম ঈদ হলেও রোমানের সঙ্গে ঈদ কাটানোর অভিজ্ঞতা রয়েছে দিয়ার। সেই ঈদ স্মরণ করলেন দিয়া, ‘একবার দেশের বাইরে ঈদের সময় টুর্নামেন্ট ছিল। আরেকবার ঈদের দিন আমাদের ফ্লাইট ছিল সেই সময় ক্যাম্পে আমরা এক সঙ্গে ঈদ করেছিলাম। রোমানের পরিবারের সঙ্গে প্রথম ঈদ হলেও তার সঙ্গে ঈদ হয়েছে আগে।’
বিয়ের পর প্রথম ঈদে দুইজন দুইজনকে উপহার দিয়েছেন। দিয়া রোমানকে দু’টি পাঞ্জাবী আর রোমান দিয়াকে দু’টি থ্রি পিস দিয়েছেন। ক্রিকেটার, ফুটবলাররা যেখানে জীবনসঙ্গীকে অনেক বড় উপহার দেন সেখানে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ হয়েও দুইজনই সামান্য উপহারেই খুশি।
দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী। দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রথম বর্ষেই বিবাহের হার খুবই কম। এদিক থেকে একটু ব্যতিক্রমী দিয়া বলেন, ‘আমার বিভাগের আরেকজন (নাঈমা ঐশী) রয়েছে বিবাহিত। বন্ধুরা আমাকে মনে করে না যে বিবাহিত। সবাই বন্ধুত্বপূর্ণ আচরণই করে। তাছাড়া সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। খেলার জন্য যেমন আমি হলেই থাকি না।'
রোমান সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিলেও দিয়া ক্যাম্পে রয়েছেন। ঈদের পর জাতীয় চ্যাম্পিয়নশীপ রয়েছে তাই ১৫ এপ্রিল থেকে আবার ক্যাম্প শুরু। বিয়ের পর প্রথম ঈদেই রোমান-দিয়ার ক্যারিয়ারে বড় ধাক্কা এসেছে। রোমান জাতীয় দল থেকে আকস্মিক অবসর ও ফেডারেশনের সঙ্গে একটা অলিখিত স্নায়ুযুদ্ধ চলছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ঈদ উদযাপন প্রসঙ্গে দিয়া বলেন ,‘দুঃখ নিয়ে কতদিন চলব। সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে যেটা গতকাল ঘটেছে সেটাও অতীত। সে আরচ্যারি একেবারে ছেড়ে দেয়নি। সুযোগ সুবিধা পেলে সামনে আবারও জাতীয় দলে ফিরবে।’
এজেড/এফআই