কাজাখস্তানের পদক তেহরানে হারালেন ইমরান
গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। আজ ইরানের তেহরানে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছেন তিনি।
আট জন ফাইনালিস্ট তিনটি পদকের জন্য দৌড়েছিলেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান চার নম্বর লেনে শুরুতে খানিকটা পিছিয়ে থাকলেও কয়েক মিটার পর অবশ্য কাভার করেছিলেন। তবে শেষ ১৫ মিটারে তিনি বেশ পিছিয়ে পড়েন। আট জনের মধ্যে চতুর্থ হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ইমরান এবার ৬০ মিটার স্প্রিন্টের প্রাথমিক হিটে করেছিলেন ৬.৬২ টাইমিং। সেমিফাইনালে সেই টাইমিং কমিয়ে ৬.৬০ করেছিলেন। আজ ফাইনালে ৬.৬৭ টাইমিং করায় শিরোপার দৌড়ে থাকতে পারেননি। গত আসরে ৬.৫৯ টাইমিংয়ে তিনি স্বর্ণ জিতেছিলেন।
এবার তেহরানে স্বর্ণ জিতেছেন ওমানের আলী আনওয়ার। তার টাইমিং ৬.৫২। জাপানের সুহিই ও উত্তর কোরিয়ার জো ইয়ম ৬.৫৬ ও ৬.৬৬ টাইমিং নিয়ে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পান। ইমরান হিটের টাইমিং করলেও অন্তত ব্রোঞ্জ পদক পেতেন।
এজেড/এইচজেএস