২০০৯ সালের পর বাংলাদেশের দাবায় নেই গ্র্যান্ডমাস্টার। ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে ইউরোপ-মধ্যপ্রাচ্যে দৌড়েছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। আন্তর্জাতিক মাস্টার হতে তার তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং প্রয়োজন। খুব কাছে গিয়েও ফাহাদ কয়েকটি গ্র্যান্ডমাস্টার নর্ম মিস করেছেন সাম্প্রতিক সময়ে। ফাহাদের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার জন্য উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ঢাকায় দু’টি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টও করেছেন। অথচ প্রথম টুর্নামেন্টের মাঝপথেই নর্ম পাওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন ফাহাদ রহমান। 

ষষ্ঠ রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট মাত্র তিন। নর্ম অর্জনে এই টুর্নামেন্ট থেকে অন্যান্য শর্ত পূরণের পাশাপাশি তার প্রয়োজন ছিল সাত পয়েন্ট। বাকি তিন রাউন্ড জিতলেও তার পয়েন্ট দাঁড়াবে ছয়ে। ফলে এই টুর্নামেন্ট এখন ফাহাদ এবং বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। এমন ব্যর্থতায় ফাহাদের কণ্ঠেও বিরক্তি ঝরল,‌ ‘আসলে এই টুর্নামেন্ট খুব বাজে খেলেছি। দাবা ফর্ম নির্ভর খেলা। এই টুর্নামেন্টে আমার খুব বাজে ফর্ম ছিল।’

ফাহাদ ছয় রাউন্ডের মধ্যে চারটিতে ড্র করেছেন। মাত্র একটিতে জয়, আবার একটি হেরেছেন। অথচ দেশের বাইরে অনেক গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন অথবা টানা রুখে দেওয়ার নজির আছে তার। সেই ফাহাদ এখন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন, ‘এই টুর্নামেন্টে বাকি তিন রাউন্ড রেটিং বৃদ্ধির জন্য খেলতে হবে। নর্ম পাওয়ার আর সুযোগ নেই। ২১ ফেব্রুয়ারি থেকে আরেকটি টুর্নামেন্ট শুরু হবে। সেখান থেকে নর্ম আদায়ের চেষ্টা করব।’

আজ সকালে পঞ্চম রাউন্ডের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সঙ্গে ড্র করেন। মূলত এই ড্রয়ের পরই ফাহাদের এই টুর্নামেন্ট থেকে নর্ম মিস হয়ে যায়। বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডে আরেকটি ড্র করেন ফাহাদ। 

এজেড/এএইচএস