উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ৫৭ বছর বয়সী নিয়াজ এখনো দাবার বোর্ডে লড়েন। মাঝে মধ্যে দেশি-বিদেশি দাবাড়ুদের কোচিংও করান। দাবাড় ও কোচের পাশাপাশি আগামী মাসে সংগঠক নিয়াজকেও দেখা যাবে। ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য দু’টি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের আয়োজক দাবার এই কিংবদন্তী।

দাবা অঙ্গনে সংগঠক হিসেবে নিয়াজ চমক দিয়েছিলেন ২০১০ সালে। গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার সহ ছয়টি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন। এরপর দীর্ঘবিরতি। ১৩ বছর পর আবার সংগঠকের ভূমিকায় নিয়াজ। দীর্ঘ বিরতির পর হঠাৎ সংগঠকের ভূমিকায় আসার পেছনে কারণ সম্পর্কে নিয়াজ বলেন, 'একটা লক্ষ্য সামনে রেখে টুর্নামেন্ট করতে হয়। গত দশ বছরে জিএম হওয়ার মতো কেউ ছিল না। এখন ফাহাদের (আন্তর্জাতিক মাস্টার) সম্ভাবনা রয়েছে। সে যেন জিএম নর্ম অর্জন করতে পারে তাই এই টুর্নামেন্ট আয়োজন করছি। আমার সঙ্গে ফাহাদের ভাইও কাজ করছে।'

২০১০ সালের পর সংগঠক হিসেবে থেমেছিলেন নিয়াজ। এবার পুনরায় শুরু করে আর থামতে চান না তিনি, 'চেস অ্যাসপারেন্ট হিসেবে টুর্নামেন্টগুলো আয়োজন হচ্ছে। ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্টগুলো জিএম অ্যাসপারেন্ট সামনে আইএমদের জন্য আইম অ্যাসপারেন্ট করব। নীড়, সাকলাইন এরা খুব সম্ভাবনাময়ী। কিছু পৃষ্ঠপোষকদের সঙ্গে আলাপ চলছে। আলোচনা চূড়ান্ত হলে টাইটেল স্পন্সর তাদের নামে হবে।'

বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আগামী মাসে অনুষ্ঠিতব্য দু’টি টুর্নামেন্টেই খেলবেন। অগ্রজ নিয়াজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জিয়া বলেন, 'নিয়াজ ভাই এর আগেও এমন টুর্নামেন্ট আয়োজন করেছেন। খেলোয়াড় হিসেবে তিনি যেমন অত্যন্ত উচু মানের, তার সাংগঠনিক দক্ষতাও অসাধারণ।’ অনেক ক্রীড়াবিদ বিভিন্ন ফেডারেশনের কমিটিতে এবং খেলার গন্ডি পেরিয়ে সংসদে। আশি-নব্বইয়ের দশকে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব নিয়াজ মোরশেদের সেই দিকে কোনো নজরই নেই, 'ফেডারেশনে কমিটিতে যাওয়ার আমার কোনো ইচ্ছেই নেই। তেমনি রাজনৈতিক পদ-পদবীর প্রতিও আকাঙ্খা নেই।’ ফেডারেশন বিমুখ নিয়াজ ২০১২ সালে সহ-সভাপতি পদে নির্বাচন করেছিলেন। এ নিয়ে তার মন্তব্য, 'ঐ সময় আমরা হারব জানতাম। এরপরও প্রতিবাদস্বরুপ নির্বাচন করেছিলাম।’

দাবাড় হয়ে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের আয়োজন করেছেন নিয়াজ। ফেডারেশন এমন আয়োজন সরাসরি করতে না পারার পেছনে কারণ ব্যাখ্যা করলেন তিনি, 'ব্যক্তিগত পর্যায়ে এই টুর্নামেন্টে আমরা বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে এন্ট্রি ফি নিচ্ছি। ফেডারেশন আয়োজন করলে সেটা সম্ভব হয় না বিভিন্ন দেশের ফেডারেশনের পারস্পরিক সম্পর্কের কারণে। তাই ফেডারেশনের পক্ষে এমন আয়োজন করা একটু কষ্টকরই। তবে এই টুর্নামেন্টে ফেডারেশন সহায়তা করছে।'

১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি চলবে প্রথম টুর্নামেন্ট। দুই দিন বিরতি দিয়ে ২২ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। বাংলাদেশি দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ, জিয়া ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদের সঙ্গে থাকবেন বিদেশি সাত দাবাড়। দশ দাবাড়– নয় রাউন্ডের টুর্নামেন্ট খেলবে। জিএম নর্ম পূরণ হওয়ার জন্য রেটিং ও আরো বিভিন্ন বিষয় বিবেচনা করে নিয়াজ খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছেন। প্রথম টুর্নামেন্টটি হবে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় টুর্নামেন্টের ভেন্যু এখনো ঠিক হয়নি।

এজেড/এইচজেএস