মাঠে ও বাইরে সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ আরচ্যারি। সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন আবারও এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। এশিয়ান কংগ্রেসে আজ (শুক্রবার) তারা নির্বাচিত হয়েছে স্বাগতিক হিসেবে। 

ওয়ার্ল্ড আর্চারির এশিয়া কংগ্রেস আজ ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। এশিয়ার মোট ২৪টি দেশ এতে অংশগ্রহণ করে। বাংলাদেশ চীনকে ১৪-১০ ভোটে পরাজিত করে আগামী ২০২৫ সালে ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস আয়োজনের জন্য নির্বাচিত হয়। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ব্যাংকক থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০২৫ সালের ২৩-২৯ নভেম্বর এশিয়ান আরচ্যারির সর্বোচ্চ আসর অনুষ্ঠিত হবে। আরচ্যারির প্রধান ভেন্যু টঙ্গী হলেও গতবারের মতো এবারের এশিয়ান আরচ্যারিও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হতে পারে।

এর আগে বাংলাদেশ ২০১৭ সালে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। সেবার আসর বসেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

এজেড/এএইচএস