দক্ষিণ কোরিয়ার চ্যাংগুনে আজ (শুক্রবার) এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আক্ষেপে পুড়েছেন বাংলাদেশের শ্যুটাররা। ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের ইভেন্টে ৬২৮.৬ স্কোর করে ৫৯ জনের মধ্যে ১৫তম হয়েছেন বাংলাদেশের শায়রা আরেফিন। অল্পের জন্য তিনি কোয়ালিফাই করতে পারেননি।

৬২৯.১ স্কোর করে কোয়ালিফাই করেছেন চাইনিজ তাইপের শিন লিন উইং। এর আগে হাংজু এশিয়ান গেমসে অবশ্য ৬২৮ স্কোর করে ৫৯ জনের মধ্যে ১৩তম হয়েছিলেন শায়রা।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ৬২৭.৬ স্কোর করে ৪৮ জনের মধ্যে ১৪তম হয়ে আফসোসে পোড়েন রবিউল ইসলাম। সবশেষ কোয়ালিফাই করা কাজাখস্তানের সাতপায়েভ ইসলামের স্কোর ৬২৮.৩। এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই শ্যুটার তামজিদ বিন আলম ৬২৩.১ স্কোরে ৩০তম এবং অর্নব শারার ৬২৩ স্কোরে পরের স্থানে রয়েছেন।

এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আক্ষেপ করতেই পারেন বাংলাদেশের দুই শ্যুটার রবিউল ইসলাম ও শায়রা আরেফিন। তারা অল্পের জন্য কোয়ালিফাই করতে পারেননি। অন্য ২ নারী শ্যুটার কলি ৬২২.৭ স্কোর করে ৪২ এবং জাফরিন ৬২২.৫ স্কোর করে ৪৪তম হন। 

এজেড/এএইচএস