পুরো দেশ তাকিয়ে ছিল স্প্রিন্টার ইমরানুর রহমানের দিকে। ইমরান তার সেরাটা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাই এশিয়ান গেমসের সেমিফাইনাল শেষে খানিকটা হতাশাই ঝরেছে বাংলাদেশের দ্রুততম মানবের।
ইমরানুর রহমানের নিজের সেরা টাইমিং ১০.১১। সাধারণত তার টাইমিং ১০.২০-১০.৩০ এর মধ্যে থাকে প্রায় সময় ৷ এবার এশিয়ান গেমসে প্রথম রাউন্ডে ১০.৪৪ ও সেমিফাইনালে ১০.৪২ টাইমিংয়ে দৌড়িয়েছেন। দুই দিনই নিজের সেরা টাইমিং থেকে দুরে থাকায় অসন্তোষ ইমরানের কন্ঠে, 'আমি আসলে খুশি নই। আমার টাইমিং নিয়ে আরো বিশ্লেষণ করবো।'
সেমিফাইনালে ২৪ স্প্রিন্টারের মধ্যে ইমারন ১৯ তম হয়েছেন। বাংলাদেশের অ্যাথলেট ফাইনালে উঠা কষ্ট হলেও সামগ্রিক অবস্থানে আরো ভালো করার সামর্থ্য রাখেন। সেটা করতে না পারায় খানিকটা আফসোসও রয়েছে ইমরানের, 'আসলে এবার কি হলো সেটা আমি সময় নিয়ে বিশ্লেষণ করব।'
এই বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোরে ৬০ মিটারে স্বর্ণ জিতেছিলেন ইমরান। ১০০ মিটার স্প্রিন্টেও ইমরান ৬০ মিটার এগিয়ে থাকলেও অনেক সময় ৪০ মিটারে পিছিয়ে পড়েন। এশিয়ান গেমসের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর তাই ৬০ মিটার প্রসঙ্গ আসল, 'দুটো দুই ইভেন্ট। ৬০ মিটারের সঙ্গে ১০০ মিটারের তুলনা করতে চাই না।'
লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যাশার পারদ অনেক উপরে উঠেছিল। প্রবাসে থাকলেও বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের ভালোবাসা ঠিকই অনুভব করেন, 'দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সব সময় আমার পাশে থাকার জন্য।'
এজেড/এইচজেএস