৩০-৫০ মিটারে ৭২ বছরের ঐতিহ্য!
এশিয়ার ৪৫টি দেশের গেমস হলেও ইউরোপের অনেক সাংবাদিকও টুর্নামেন্ট কাভার করতে এসেছেন। পঞ্চাশটিরও বেশি দেশের সাংবাদিকদের পদচারণায় প্রধান প্রেস সেন্টার সব সময়ই মুখরিত।
গতকাল (বৃহস্পতিবার) রাতে হঠাৎ প্রেস সেন্টারের ওয়ার্কিং জোনের সামনে জটলা। কেউ সেলফি তুলছেন, কেউ ঘুরে ঘুরে ভিডিও করছেন। সেখানে ৭২ বছরের ইতিহাসকে এক ফ্রেমে আটকানোর চেষ্টা সবার।
বিজ্ঞাপন
১৯৫১ সাল থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস। প্রথম এশিয়াড থেকে হাংজু গেমসের মশাল বেশ সারিবদ্ধভাবে সাজানো। মাত্র ৩০-৫০ মিটারের মধ্যে ৭২ বছরের গেমসের ইতিহাসকে তুলে ধরেছে আয়োজকরা।
চলতি হাংজু গেমসের মশালকে রাখা হয়েছে মাঝে। বিগত ১৮ গেমসের মশাল চার দিকে ক্রমান্বয়ে সাজানো। প্রতিটি মশাল প্রতি গেমসের লোগো সম্বলিত বোর্ডের ওপর বসানো হয়েছে। কয়েক মিটারের মধ্যে রয়েছে গেমসের আদ্যোপান্ত।
প্রতিটি গেমসের মশালে রয়েছে স্বাতন্ত্র্যতা। ৭২ বছর আগের হলেও প্রথম গেমসের মশালটি এখনো বেশ সজীব ও যুগোপযোগী মনে হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বেশ সুন্দর করে সংরক্ষণ করেছে মশালগুলো।
গেমসের ১৯ আসরের মধ্যে প্রথম ও বর্তমান আসরটিই হচ্ছে বিজোড় সালে। হাংজু গেমস করোনার জন্য এক বছর পেছালেও আনুষ্ঠানিকভাবে গেমসের সাল ২০২২৷ ১৯৫১ সালে দিল্লি এশিয়াডের পরের গেমস হয়েছিল তিন বছর পর। এরপর সকল আসরই হয়েছে চার বছর পর পর । করোনায় এবার ব্যবধান বেড়ে পাঁচ হয়েছে।
এজেড/এএইচএস