এশিয়ান গেমসের ফুটবল ও ক্রিকেট শুরু হয়েছে দিন পাঁচেক আগেই। উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে খেলার মূল ব্যস্ততা। খেলা শুরুর প্রথম দিনেই বাংলাদেশের আট ডিসিপ্লিনের খেলা রয়েছে। 

আট ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে নারী ক্রিকেটের দিকে। আগামীকাল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশ ভারতকে হারাতে পারলে ফাইনালে উঠার পাশাপাশি অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে। সেমিফাইনালে হারলেও সম্ভাবনা থাকবে জ্যোতিদের পদক জয়ের। সেক্ষেত্রে ২৫ সেপ্টেম্বর লড়তে হবে ব্রোঞ্জের জন্য। 

জ্যোতিদের আগামীকাল সকাল নয়টায় জিজিয়াং বিশ্ববিদ্যালয় খেলতে নামবেন। শঙ্কা আছে নারী ক্রিকেট দলের মাঠে নামা নিয়েও। হাংঝুর আকাশে অনবরত ঝরছে বৃষ্টি। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে রোববার সে সম্ভাবনা নেই। তবে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে বাংলাদেশের। বাইলজ অনুযায়ী র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে প্রতিপক্ষ ভারত। সেক্ষেত্রে এই ইভেন্টে বেঁচে থাকবে শুধু ব্রোঞ্জের আশা।

জিজিয়াং বিশ্ববিদ্যালয়ে জ্যোতিরা নামার আগেই শুটিং রেঞ্জে নামবেন শুটাররা। বাংলাদেশ শুটার কামরুন নাহার কলি বলেন, 'এশিয়ান গেমস যেহেতু বড় একটি আসর, তাই একটু নার্ভাস লাগছে। তবে আজকে প্র্যাকটিশ করে আসলাম, প্র্যাকটিস অনেক ভালো হয়েছে। যদি প্রতিযোগিতায় প্র্যাকটিসের মতো করতে পারি, তাহলে আশা করা যায়, বাংলাদেশের জন্য একটি মেডেল নিয়ে আসতে পারব।’

জিমন্যাস্টিক্সেও অংশ নেবেন একাধিক জিমন্যাস্ট। আবু সাঈদ রাফি এশিয়ান গেমসে নামার আগে বলেন, ‘সর্বপ্রথম আমি বলব এত বড় মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণই বড় কিছু। আমরা এশিয়ান গেমসের জন্য আরও অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের সর্বপ্রথম কাজ ফাইনালে খেলা। ফাইনালে যদি ওঠতে পারি,তাহলে পদক পাওয়াটা খুব কাছে। যেহেতু এক থেকে আট পর্যন্ত যারা থাকে,তারা ফাইনাল খেলেন। এদের যে পয়েন্ট থাকে,তা খুব কাছাকাছি। 

ফাইনালে উঠলে পদক পাওয়ার ব্যাপারে আশাবাদী আবু সাঈদ রাফি, ‘যেকোনো কিছুই হতে পারে ফাইনালে। যার গোল্ড পাওয়ার কথা সে অষ্টম হতে পারে, আবার যার অষ্টম হ্ওযার কথা সেও যেকোনো টাইমে গোল্ড পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কোনোভাবে যদি ফাইনালে ওঠা যায়,তাহলে পদক পাওয়াটা খুব কাছে চলে আসবে। যদিও একটু কষ্টকর, তবুও আমরা চেষ্টা করব ফাইনালে ওঠার।’

একই দিনে বড় পরীক্ষা দিতে হবে হকি দলকে। জিমি-আশরাফুলদের প্রতিপক্ষ বর্তমান স্বর্ণজয়ী জাপান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আজ বিশ্রামে কাটিয়েছে হকি দল। 

দাবার বোর্ডে প্রথম চ্যালেঞ্জ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও নোশিন আনজুমের। পুরুষ ব্যক্তিগত ইভেন্টে গ্র্যান্ডমাস্টার নিয়াজ আর নিজের প্রথম এশিয়ান গেমসে খেলার অপেক্ষায় একমাত্র নারী দাবাড়ু নোশিন। ব্যস্ততম দিনের দুপুরে সাঁতারের একশো মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে লড়বেন সামিউল ইসলাম। তায়কোয়ান্দোও রয়েছে দিনের একভাগে আর বিকালে নিয়মরক্ষার ম্যাচে শক্তিশালী স্বাগতিক চীনের বিপক্ষে নামবে বিদায়ের পথে থাকা পুরুষ ফুটবল দল।

এজেড/জেএ