বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাছাই পর্বের হিটে প্রথম হয়ে চমক সৃষ্টি করেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। যদিও বাছাই পর্ব ও মূল রাউন্ডের মধ্যে অনেক তফাৎ সেটা প্রমাণ হয়েছে ঘণ্টা চারেক পরেই। সেমিফাইনালে উঠতে পারেননি ইমরান

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং না করতে পারলেও অসন্তুষ্ট নন ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ইমরান বলেন, ‘হিটে প্রথম হয়েছি এটা আমাকে সামনের আসরগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। মূল রাউন্ডে অলিম্পিক স্বর্ণজয়ীর সঙ্গে দৌড়িয়েছি এটাও দারুণ অনুপ্রেরণা আমার জন্য।’

গত মাসেই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন ইমরান। এক মাস পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাছাই ও মূল পর্বে ইমরানের টাইমিং যথাক্রমে ১০.৫০ ও ১০.৪১। নিজের সেরা টাইমিং স্পর্শ না করতে পারার পেছনে ইমরানের ব্যাখ্যা, ‘স্প্রিন্টে এমন হতেই পারে। আমার পাশের লেনে যিনি ছিলেন জ্যাকবস (টোকিও অলিম্পিকসে স্বর্ণপদকজয়ী)। তিনি সব সময় ১০ সেকেন্ডের নিচে দৌড়ান। গতকাল তার ১০.১৭ লেগেছে। স্প্রিন্টে টাইমিংয়ের তারতম্য হতেই পারে।’

এশিয়ান গেমসে ১০.২০ এর আশে টাইমিংধারীরা ফাইনালে খেলেন। ইমরান তুরস্কের ইসলামিক সলিডারিটি গেমসে ১০.০১ টাইমিং করেছিলেন। তাই ইমরানের চোখ এশিয়ান গেমসের ফাইনালে, ‘আমি এশিয়ান গেমসে পদকের জন্য লড়তে চাই। আগামী এক মাস নিজের ট্যাকনিক ও ট্যাকটিস উন্নতির চেষ্টা করব’।

আগামীকাল হাঙ্গেরি থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন। ইংল্যান্ডে নিজস্ব কোচের কাছে অনুশীলন করবেন। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু হাঙ্গেরি থেকে জানান, ‘ইমরানকে আমরা সহায়তা করছি। তার পারফরম্যান্সের উৎকর্ষতা বৃদ্ধির জন্য আরো সহায়তা প্রয়োজন।’

এজেড/এফআই