ফাইল ছবি

বাংলাদেশের অন্যতম সেরা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। দেশের হয়ে ১০ মিটার এয়ার রাইফেলে আন্তর্জাতিক অঙ্গনে অনেক পদক এনে দিয়েছেন এই কৃতি শ্যুটার। ক্যারিয়ারের শেষ দিকে এসে বাকি ৫০ মিটার এয়ার রাইফেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 

আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। সেই গেমসে বাকি নতুন ইভেন্ট ৫০ মিটার এয়ার রাইফেলেই অংশ নেবেন। এর প্রস্তুতি হিসেবে আগামী পরশু (শনিবার) জার্মানির হ্যানোভারের উদ্দেশ্যে রওনা হবেন বাকি। আজ বিকেলে তিনি জার্মানির ভিসা পেয়েছেন। 

বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন তার জন্য এই প্রস্তুতির ব্যবস্থা করেছে। শ্যুটিং ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বাকি বলেন, ‘জার্মানিতে সপ্তাহ দুয়েকের উন্নত ট্রেনিং আমাকে এই ইভেন্টে আরও পরিণত করে তুলবে। যা এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করতে সহায়তা করবে। আমাকে এই সুযোগ দেওয়ায় ফেডারেশনের কাছে কৃতজ্ঞ।’

পরবর্তীতে আগস্টের মাঝামাঝি সময়ে বাকির দেশে ফেরার কথা রয়েছে।

এজেড/এএইচএস