দারুণ এক সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ভারোত্তোলক দল। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ২০২৩ কমনওয়েলথ সিনিয়র, জুনিয়র এবং ইয়্যুথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ৫টি পদক জয় করেছে বাংলাদেশ দল। 

১১ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেন ৭ জন খেলোয়াড়। এদের মাঝে ৫ জনই ফিরেছেন পদক নিয়ে। তিনটি রৌপ্য এবং দুটি তাম্র পদক নিয়ে এবারের আসর শেষ করেছে বাংলাদেশ ভারোত্তোলক দল।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের আসরে ৪০ কেজি ওজন শ্রেণিতে সুমনা রায়, ৬৪ কেজি ওজন শ্রেণিতে প্রিতিলা আক্তার মিলা এবং ৫৫ কেজি ওজন শ্রেণিতে আশিকুর রহমান তাজ রৌপ্য পদক জয় করেন। 

এছাড়া মার্শিয়াত ইসলাম মৃত্তিকা ৪৫ কেজি এবং মার্জিয়া আক্তার ইকরা ৪৯ কেজি শ্রেণিতে তাম্র পদক পেয়েছেন।   

উল্লেখ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এবারের  কমনওয়েলথ সিনিয়র, জুনিয়র এবং ইয়্যুথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে মোট ২৪ দেশের খেলোয়াড় অংশ নেন। এদের মধ্যে ১১৭ জন ছিলেন মহিলা খেলোয়াড়। এছাড়া পুরুষ বিভাগে অংশ নেন ১৪৭ জন। 

জেএ