ভলিবল দলের ইরান যাত্রা
উচ্চতর প্রশিক্ষণ ও এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামীকাল (১২ জুলাই) সকালে ইরানের উদ্দেশ্যে রওনা হবে জাতীয় ভলিবল দল। আগামী ১৬-২৬ আগষ্ট ইরানে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৮টি দেশ অংশ নিচ্ছে। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।
বাংলাদেশ ভলিবল দলের প্রধান কোচ ইরানী আলী পোর আরজি। তিনি গত দুই মাস দলকে ঢাকায় অনুশীলন করিয়েছেন। এবার নিজ দেশে রেখে এক মাস অনুশীলন করাবেন এই ইরানী কোচ। এজন্যই বাংলাদেশ দল টুর্নামেন্টের এক মাস আগেই ইরানে রওনা হয়েছে।
বিজ্ঞাপন
২২ সদস্যের দল ঢাকা ছাড়ার আগে আজ তাদের সঙ্গে দেখা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। সে সময় উপস্থিত ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সের জন্য উজ্জ্বীবিত করেন।
এজেড/এএইচএস