সাঁতারু সাগরের ‘নতুন’ শুরু
দেশ সেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে তিনিই বাংলাদেশের পতাকা বহন করেছিলেন। তবে, দেশের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ নতুন করে তার ক্যারিয়ার পরিকল্পনা করছেন।
সাঁতারুরা সাধারণত বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গেই অধিকাংশ ক্ষেত্রে সম্পৃক্ত হন। মাহফিজুর রহমান সাগরও নৌবাহিনীরই অংশ ছিলেন। প্রায় এক যুগ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন এই সাঁতারু। যদিও সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন, নৌবাহিনী ছেড়ে নতুন আঙ্গিকে কিছু করতে চান তিনি।
বিজ্ঞাপন
নিজের পরিকল্পনা নিয়ে তিনি জানান, ‘বাংলাদেশ নৌবাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই সংস্থার হয়ে অনেক খেলায় প্রতিনিধিত্ব করেছি। আগামী দিনগুলোতে সাঁতার ও দেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান দায়িত্ব থেকে সরে আসা।’
সাগর একাডেমিক পড়াশোনাতেও সফল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি-এইচএসসি পর্ব শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করেছেন। ইতোমধ্যে তিনি কোচিংয়ে কোর্স করছেন।
বাংলাদেশের সাঁতারের বড় অংশীদার নৌবাহিনী। অবকাঠামো,সুযোগ-সুবিধা এই সংস্থারই বেশি। দেশের অন্যতম সেরা সংস্থা ছেড়ে দেশ সেরা সাঁতারু সাঁতার উন্নয়নে কেমন ভূমিকা রাখেন সেটাই দেখার বিষয়।
এজেড/জেএ