এশিয়ান বাস্কেটবলের কমিটিতে বাংলাদেশ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল (২২ মে) অনুষ্ঠিত হয়েছে এশিয়ান বাস্কেটবল ফেডারেশন কমিটির কংগ্রেস ও নির্বাচন। সেখানে ২০২৩-২৭ মেয়াদের জন্য এশিয়ান বাস্কেটবল ফেডারেশনের কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের পাশাপাশি একে সরকার সাউথ এশিয়ান বাস্কেটবল ফেডারেশনেরও সাধারণ সম্পাদক। এবার তিনি পুরো এশিয়ান সংস্থাটিতেও দায়িত্ব পেলেন। মহাদেশের কয়েকটি জোন থেকে এশিয়ান বাস্কেটবল ফেডারেশনের সদস্য নির্বাচিত করা হয়। দক্ষিণ এশিয়ার জোন থেকে নির্বাচিত হন একে সরকার।
বিজ্ঞাপন
সত্তর দশকে একে সরকার ছিলেন দেশের শীর্ষ বাস্কেটবল খেলোয়াড়দের একজন। খেলা ছাড়ার পরও তিনি কর্মকর্তা ও সংগঠক হিসেবে ক্রীড়াঙ্গনেই রয়েছেন। বাস্কেটবল ফেডারেশন ছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ও উপ-মহাসচিব পদে। একে সরকার বর্তমানে সংস্থাটির কোষাধ্যক্ষ।
এজেড/এএইচএস