ডিসেম্বরে কোটি টাকার ট্যুর ডি বাংলাদেশ
সাইক্লিং বিশ্বে ট্যুর ডি ফ্রান্স খুবই প্রচলিত এক প্রতিযোগিতা। সেই আদলেই বাংলাদেশ প্রথমবারের মতো ট্যুর ডি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আজ (১১ মে) বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্যুর ডি ফ্রান্স প্রতিযোগিতা হলেও, ট্যুর ডি বাংলাদেশ র্যালি হিসেবে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ১-৮ ডিসেম্বর ট্যুর ডি বাংলাদেশের প্রাথমিক দিনক্ষণ ঠিক করা হয়েছে। পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী চলবে এই ট্যুর ডি বাংলাদেশ। সাইক্লিং র্যালির সঙ্গে থাকবে সামাজিক প্রচারণাও। ‘মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুবসমাজ এবং ক্রীড়াঙ্গন’ এই স্লোগানকে প্রাধান্য দিয়েই চলবে সাইক্লিং।
বিজ্ঞাপন
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী (স্বপন) বলেন, ‘আমরা একটি দারুণ উদ্যোগ নিয়েছি। সভাপতি মহোদয় সর্বাত্মক সহযোগিতা করবেন। বিশেষ করে তিনি আর্থিক বিষয়ের পুরো দায়িত্ব নিয়েছেন। আমরা টেকনিক্যাল ও ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে থাকব।’
র্যালির সম্ভাব্য ব্যয় সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখনও বাজেট করিনি। প্রাথমিক আলোচনায় আমাদের ধারণা সবকিছু মিলিয়ে সেটা প্রায় এক কোটির কাছাকাছি হতে পারে।’
সাইক্লিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। তাকে সভাপতি মনোনীত করার পর ফেডারেশন বেশ গতিশীল হয়েছে। সাইক্লিংয়ের দীর্ঘদিনের হাহাকার ভেলোড্রাম করার উদ্যোগও নিয়েছেন তিনি।
ট্যুর ডি বাংলাদেশের রূপরেখাও এঁকেছে ফেডারেশন। সে বিষয়ে সম্পাদক স্পপন বলেন, ‘দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই র্যালি স্পর্শ করবে। এর মধ্যে আটটি জেলা ঠিক করা হবে, যেখানে সাইক্লিস্টরা রাত্রিযাপন করবেন। প্রতি জেলা থেকে ২/৩ জন করে সাইক্লিস্ট অংশ নিতে পারেন।’
এজেড/এএইচএস