সোহেল তাজের গ্রামে ভাইব্রেন্টের ক্রিকেট আনন্দ
শরীরচর্চা প্রতিদিনের অভ্যাস সোহেল তাজের। এ কারণেই ৫০ পেরিয়েও দারুণ ফিট তিনি। জাতীয় নেতা বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র নিজেকে ফিট রাখতে ক্রিকেট খেলাতেও ব্যস্ত রাখেন নিজেকে। সম্প্রতি মাঠে ব্যাট-বল হাতে দেখা গেল সোহেল তাজকে। ফুটওয়ার ও ফ্যাশন ব্র্যান্ড ভাইব্রেন্ট যুক্ত থাকল এই ক্রিকেট আনন্দে।
রাজধানীর ধানমন্ডিতে সোহেল তাজের জিম। সেই জিমের সঙ্গে জড়িয়ে থাকা ৩০জন বেড়াতে গিয়েছিলেন এই রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে। সেখানে স্থানীয় কাপাসিয়া একাদশের সঙ্গে ক্রিকেটে ম্যাচে মুখোমুখি হয় ইন্সপায়ার্ড ফিটনেস বাই সোহেল তাজ একাদশ।
বিজ্ঞাপন
প্রীতির মোড়কে বন্ধী সেই ম্যাচটিতে খেলা ক্রিকেটারদের টি-শার্ট উপহার দেয় ভাইব্রেন্ট। বয়স ৫০ পেরিয়ে গেলেও ব্যাটে-বলে যে এখনো সেরা সোহেল তাজ, তারই দেখা মেলে। তরুণদের টপকে তিনিই ম্যাচসেরা। সোহেল তাজের হাতে ৫ হাজার টাকার গিফট বাউচার তুলে দেন ভাইব্রেন্টের বিজনেস হেড এসকে তানভীর তাপস।
এমএইচ/এটি