হ্যান্ডবলে লোগো উন্মোচন
তৃতীয়বারের মতো ১৩-১৭ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর ‘বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট।’ চার জাতির এই আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল এবং মালদ্বীপ। আসরটি সামনে রেখে আজ পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। আজ লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা আরো বেশি সমৃদ্ধ হবে। আমাদের যে সক্ষমতা আছে সেটা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে আরো উদ্ভাসিত হবে। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি। টুর্নামেন্ট আয়োজনে হ্যান্ডবল ফেডারেশনকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
বিজ্ঞাপন
আইএইচএফ ট্রফি পুনরায় ঢাকায় ফেরাতে দারুণ খুশি ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল, ‘আইএইচএফ ট্রফি আবারো ঢাকায় ফিরেছে। সত্যিই ভীষণ ভালো লাগছে। ২০১০ সালে অনেক বড় পরিসরে আমরা এটি প্রথমবার আয়োজন করেছিলাম। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ২০১৭ সালে ৭ দেশের অংশগ্রহণে হয়েছিল দ্বিতীয় আসর। সেটিও ব্যাপকভাবে সফল হয়েছিল। এবার ৪ দেশ নিয়ে হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ কাপ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটি আমরা এবার আয়োজন করছি। আশা করছি গেল দুই আসরের মতো এবারের আসরও সফলভাবে আমরা সম্পন্ন করতে পারব।’
শহীদ ক্যাপ্টেন (অব) মনসুর আলী স্টেডিয়ামে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএ কোষাধ্যক্ষ একে সরকার, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মো. আলমগীর, টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা।
এজেড/এইচজেএস