ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকারের হাতে ফুল তুলে দিচ্ছেন স্বর্ণজয়ী ইমরানুর ও অন্যরা।

দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট আজ দুই বছর পেরিয়ে তিনে পা দিয়েছে। ঢাকা পোস্টের এই বিশেষ ক্ষণে শুভেচ্ছা জানাতে এসেছিলেন এশিয়ান ইনডোরে স্বর্ণজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান। আজ সকালে ঢাকা পোস্ট কার্যালয়ে সম্পাদক মহিউদ্দিন সরকারের হাতে ফুল তুলে দেন ইমরানুর। এ সময় সঙ্গে ছিলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ও কিংবদন্তি ফুটবলার শেখ মোঃ আসলাম। 

ইমরানুর রহমান চলতি সপ্তাহের শনিবার কাজাখস্তানে ৬০ মিটার ইনডোরে স্বর্ণ জিতেছেন। কাজাখস্তানে ইমরানের জন্যই বেজে উঠেছিল আমার সোনার বাংলার সেই ধ্বনি। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে গর্বিত করার পর গেল মঙ্গলবার বাংলাদেশে এসেছেন ইমরানুর। গতকাল পেয়েছেন আরেক সুখবর, ৬০ মিটার ইনডোরে এশিয়ার র‌্যাংকিংয়ে তিনিই প্রথম।

ক্যারিয়ারের দারুণ সময়ে গণমাধ্যমের ভূমিকা যথেষ্ট বলে মন্তব্য করেন এই কৃতি অ্যাথলেট। ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে এসে ইমরানুর বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম আমাকে সব সময় সাহায্য করছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ঢাকা পোস্ট অ্যাথলেটিক্সে যথেষ্ট গুরত্ব দিয়ে রিপোর্ট করে। ঢাকা পোস্টের প্রতি বিশেষ শুভেচ্ছা।’

অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ঢাকা পোস্টের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বলেন,‌ অ্যাথলেটিক্স মাদার অফ ডিসিপ্লিন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন তৃণমূল পর্যায়ে কাজ করছে। আশা করি ঢাকা পোস্ট বিগত দুই বছরের মতো আগামী দিনগুলোতেও অ্যাথলেটিক্সের পাশে থাকবে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে ঢাকা পোস্টকে শুভেচ্ছা এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি'। 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম কিংবদন্তি শেখ মোঃ আসলাম। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ফুটবলার আশির দশকে টানা পাঁচবার সর্বোচ্চ গোলদাতা এবং ঘরোয়া লিগে সবচেয়ে বেশি গোলদাতা। শেখ মোঃ আসলাম যুব সমাজকে নিয়ে বেশি বেশি প্রতিবেদন করার ব্যাপারে তাগিদ দেন, আজকের যুবরাই আগামীর ভবিষ্যত। তরুণদের জন্য দিক নির্দেশনামূলক প্রতিবেদনের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে ঢাকা পোস্ট এটাই প্রত্যাশা '। 

ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার তাদের সকলকে ঢাকা পোস্টের বিশেষ এই দিনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এজেড/এফআই